ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে

প্রকাশিত: ০২:৫০, ২০ জানুয়ারি ২০১৫

সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় পুঁজিবাজারে সোমবার মূল্যসূচক কমলেও লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। মূলত রাজনৈতিক অস্থিরতার কারণে পুঁজিবাজারে মন্দা পরিস্থিতি বিরাজ করছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৩২টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২৮৫ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর আগে রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৯১৭ পয়েন্টে। ওই দিন লেনদেন হয়েছিল ২৫১ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৬৯ লাখ টাকা বা ১৩.৪০ শতাংশ। সোমবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ১৩৪ কোটি ৫২ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪৭.১৭ শতাংশ। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ন্যাশনাল ফিড মিলের। দিনভর এ কোম্পানির ৮১ লাখ ২৭ হাজার ১৮৭টি শেয়ার ৩৬ কোটি ১৩ লাখ ৯৩ হাজার টাকায় লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩.৯৪ শতাংশ। এ ছাড়া গ্রামীণফোনের ৮ কোটি ৬২ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ৮ কোটি ৫৯ লাখ, আইডিএলসির ৭ কোটি ৬ লাখ, অগ্নি সিস্টেমসের ৬ কোটি ৩০ লাখ, লাফার্জ সুরমা সিমেন্টের ৬ কোটি ১৮ লাখ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫ কোটি ৫৯ লাখ, সাইফ পাওয়ারটেকের ৫ কোটি ৫৭ লাখ, খুলনা পাওয়ার কোম্পানির ৫ কোটি ২৫ লাখ এবং স্কয়ার ফার্মার ৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে প্রাতিষ্ঠানিক ও বড় পুঁজির বিনিয়োগকারীরা স্বাভাবিক বিনিয়োগ পরিকল্পনা করতে পারছে না। নানা সংশয় থাকায় তারা সাইড লাইনে অবস্থান করছে। সাধারণ বিনিয়োগকারীদের অনেকে হাউসে উপস্থিত হয়ে লেনদেনে অংশ নিতে পারছেন না। এসব কারণে মূলত বাজার পরিস্থিতি মন্দা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯০৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১৯২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির। লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ১৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন কমেছে ১২ কোটি ৫৩ লাখ টাকা।
×