ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্যারিকোর বোর্ডসভা আজ

প্রকাশিত: ০৭:৪২, ১৯ জানুয়ারি ২০১৫

ম্যারিকোর বোর্ডসভা আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে ওষুধ ও রসায়ন খাতের ম্যারিকো। আজ সোমবার বিকেল সাড়ে ৬টায় ম্যারিকোর বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ ছাড়া সভা থেকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গত বছরের ২২ জুলাই ২০১৫ সালের ৩০ মার্চ অর্থবছরের জন্য ১৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা দেয় ম্যারিকো। দুই কোম্পানিকে নোটিস অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার কারণ জানতে তালিকাভুক্ত দুই কোম্পানিকে নোটিস দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। কোম্পানি দুটি হলো : এনভয় টেক্সটাইলস এবং ম্যাকসন্স স্পিনিং। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে এনভয় টেক্সটাইল এবং ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়তে থাকে। যা ডিএসই ও সিএসইর নজরে আসে। এরপর ডিএসই এনভয় টেক্সটাইলসের এবং সিএসই ম্যাকসন্স স্পিনিং মিলসকে এর কারণ জানাতে নোটিস দেয়। ডিএসইর নোটিসের জবাবে গত ১৫ জানুয়ারি এনভয় টেক্সটাইলস এবং সিএসইর নোটিসের জবাবে ম্যাকসন্স স্পিনিং মিলস ১৪ জানুয়ারি জানিয়েছে তাদের শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
×