ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এই সময়ে রহমত আলী

প্রকাশিত: ০৭:১১, ১৯ জানুয়ারি ২০১৫

এই সময়ে রহমত আলী

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষকতার পাশাপাশি অসংখ্য খ- ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন গুণি অভিনেতা রহমত আলী। সম্প্রতি কায়সার আহমেদের ‘আইসক্রিম ও অনুভূতি’ এবং শফিউল জনির ‘নাইওর’ নাটকে অভিনয় করেছেন। ‘আইসক্রিম ও অনুভূতি’ নাটকে রহমত আলী একজন এ্যাডভোকেট চরিত্রে অভিনয় করেছেন। এরইমধ্যে নাটকটির শূটিং শেষ হয়েছে। অন্যদিকে ‘নাইওর’ নাটকে তাকে নায়কের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। দুটি নাটকে অভিনয় প্রসঙ্গে রহমত আলী বলেন, দুটি নাটকেরই গল্প খুব চমৎকার। কায়সার আহমেদের নির্দেশনায় আগেও কাজ করেছি। নতুন খ- নাটকটির গল্প খুব ভাল লেগেছে। অন্যদিকে ‘নাইওর’ নাটকের গল্পও অসাধারণ। আশা করি এই কাজটিও অনেক ভাল হবে। এদিকে রহমত আলীর নির্দেশনায় গত বিজয় দিবসে শিল্পকলা একাডেমিতে ১৪তম মঞ্চায়ন হলো ‘সূচনা’ নাটকের। এতে অভিনয় করেছেন মিতা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ ও নাজনীন হাসান চুমকী। রহমত আলী বিগত দুই যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। বর্তমানে তিনি ঢাকা বিশ্বদ্যিালয়ের ‘থিয়েটার এ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিজ’ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। এদিকে তার অভিনীত আল হাজেন পরিচালিত ‘অলসপুর’, কায়সার আহমেদের ‘ঘোমটা’, শামীম জামানের ‘হাটখোলা’ ও বদরুল আনাম সৌদের ‘পিঞ্জর’ নিয়মিতভাবে যথাক্রমে আরটিভি, বাংলাভিশন ও দেশটিভিতে প্রচার হচ্ছে।
×