ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪৯, ১৮ জানুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

১.উৎপাদিত সামগ্রী পুণরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় কোন শিল্পে? ক) প্রজনন খ) নিষ্কাশন গ) নির্মাণ ঘ) উৎপাদন ২.উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ হল- র. জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি রর. অর্থনীতির অনগ্রসরতা ররর. পরিকল্পনাহীন উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩.অস্ত্র নির্মাণ শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণ হলো- র. দেশরক্ষা রর. নিরাপত্তা ররর. মুনাফা অর্জন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪.আধুনিক যুগে এটিএম কার্ডের মাধ্যমে- র.অর্থ উত্তোলন করা যায় রর. বিল পরিশোধ করা যায় ররর. হিসাব স্থাপনান্তর করা যায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর ৫.পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরকে কী নামে অভিহিত করে? ক) চড়ৎঃ ঈরঃু খ) চড়ৎঃড় চরয়ঁবহড় গ) চড়ৎঃড় এৎধহফড় ঘ) চড়ৎঃ অৎবধ ৬.কোন শক্তির বলে উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ার নতুন উন্নয়ন কৌশল গ্রহণ করেন? ক) সৃজনশীলতা খ) উদ্ভাবনী শক্তি গ) ঝুঁকি গ্রহণ ঘ) সংবেদনশীলতা ৭.যেকোন দেশে ব্যবসায়ের অবদান রয়েছে- র . অর্থনৈতিক উন্নয়নে র র . ধর্মীয় অনুভূতি তৈরিতে র র র . রাজনৈতিক উন্নয়নে নিচের কোনটি সঠিক? ক) র খ) র র গ) র ও র র র ঘ) র, র র ও র র র ৮.বাণিজ্যের কাজ হল- র . পণ্য বিনিময় র র . উৎপাদন র র র . বিজ্ঞাপন নিচের কোনটি সঠিক? ক) র খ) র র গ) র ও র র ঘ) র ও র র র ৯.ইশতা আক্তার তার ব্যবসায়ের আয় থেকে- র . পরিবারকে সহায়তা করেন র র . নতুন ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করেন র র র . পরিবারের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০.এক বা একাধিক অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দ্বারা অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটালে তাকে কি বলে? ক) আদালতের মাধ্যমে বিলোপসাধন খ) বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপসাধন গ) বিজ্ঞপ্তি দ্বারা ঐচ্ছিক বিলোপসাধন ঘ) বাধ্যতামূলক বিলোপসাধন ১১.রাস্তা-ঘাট তৈরী কোন শিল্পের অন্তর্গত? ক) সেবা খ) প্রজনন গ) উৎপাদন ঘ) নির্মাণ ১২.যুব প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? ক) মহিলা বিষয়ক খ) স্বাস্থ্য গ) যুব ও ক্রীড়া ঘ) শিক্ষা ১৩.রচডেল সমিতি কারা গড়ে তুলেছিল? ক) ছাত্ররা খ) বিজ্ঞানীরা গ) তাঁতিরা ঘ) কৃষকেরা ১৪.পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি সংক্রান্ত দলিল কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য? ক) প্রাইভেট লি. কোম্পানি খ) ঘরোয়া পরিমিত দায়সম্পন্ন কোম্পানি গ) পাবলিক লি. কোম্পানি ঘ) কোনোটিই নয় ১৫.রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিক কে? ক) সরকার খ) নায়েব গ) সচিব ঘ) মন্ত্রী ১৬.একজন উদ্যোক্তা প্রথমত কোন কাজটি করে থাকেন? ক) বেকার সমস্যার সমাধান করেন খ) যোগ্য কর্মী নির্বাচন করেন গ) বিরাজমান সুযোগ-সুবিধা চিহ্নিত করেন ঘ) সরকারের সহায়তা নেন ১৭.বাংলাদেশের মানুষের শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের ওপর আগ্রহ কম কেন?
×