ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাপানের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত: ০৬:০৮, ১৮ জানুয়ারি ২০১৫

জাপানের কাছে হার দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ কোচ এবং অধিনায়ক বদল করলে যদি রেজাল্ট ভাল হয়। কিন্তু তাতেও কোন ফায়দা হয়নি। এশিয়ান গেমসের পর ওয়ার্ল্ড হকি লীগেরও সেই একই প্রতিপক্ষের কাছে আবারও হার দিয়ে মিশন শুরু করতে হলো বাংলাদেশ জাতীয় হকি দলকে। শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘বি’ তে জাপানের কাছে ৫-১ গোলে পরাভূত হয়েছে বাংলাদেশ। কয়েক মাস আগে এশিয়ান গেমসে জাপানের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শনিবারের হারের ব্যবধানটা একটু কম, এই যা পার্থক্য। খেলা শুরুর দুই মিনিটেই ফিল্ড গোল থেকে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। জাপানের পক্ষে গোলের সূচনা করেন মিয়াজাকি সুনিয়া। ১১ মিনিটে আরেকটি গোল হয় বাংলাদেশের পোস্টে। গোলদাতা সুনিয়া। প্রথম হাফে এই দুই গোল হজম করেই বিরতিতে যায় গোবিনাথের শিষ্যরা। দ্বিতীয় হাফে আরও অবস্থা খারাপ হয় লাল-সবুজ জার্সিধারীদের। ১৮ ও ২২ মিনিটে আরও দুটি গোল হজম করে তারা। তৃতীয় হাফের ৩১ মিনিটে পঞ্চম গোলের মধ্য দিয়ে শেষ হয় জাপানীদের গোলের উৎসব। সুনিয়া করেন শেষ গোলটি। ৪৪ মিনিটে জাপানীদের জালে একটি বল ঢোকাতে সক্ষম হয় কৃষ্ণবাহিনী। ম্যাচের ৪৪ মিনিটে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন পিসি থেকে একমাত্র গোলটি করেন (১-৫)। আজ একই মাঠে বাংলাদেশ সময় দুপুর একটায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে বাংলাদেশ। এ উপলক্ষে পূর্ব প্রস্তুতি নিতে বাংলাদেশ দল কয়েকদিন আগে মালয়েশিয়ায় গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে। প্রথম অনুশীলন ম্যাচে মালয়েশিয়া অনুর্ধ-২১ দলের কাছে ৩-১ গোলে হেরে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পায় বাংলাদেশ জাতীয় হকি দল। ৫-১ গোলে তারা হারায় মালয়েশিয়া অনুর্ধ-২৩ দলকে। মালয়েশিয়া থেকে বুধবার বাংলাদেশ দল রওনা হয়ে সিঙ্গাপুরে পৌঁছে। সেখানে পৌঁছে বৃহস্পতিবার ইউক্রেনের বিপক্ষে ১-২ গোলে হারে বাংলাদেশ। ওয়ার্ল্ড হকি লীগের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। উল্লেখ্য, এ আসরে কখনই দ্বিতীয় পর্বের গ-ি পেরুতে পারেনি বাংলাদেশ। এ আসরের জন্য বাংলাদেশ দল সাভারের বিকেএসপিতে ৪৫ দিন অনুশীলন করে।
×