ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ান ওপেন জিতে শীর্ষে উঠতে চান শারাপোভা

প্রকাশিত: ০৬:০৬, ১৮ জানুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ান ওপেন জিতে শীর্ষে উঠতে চান শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের প্রথম গ্র্যান্ডসøাম। আর একদিন পরেই শুরু হয়ে যাবে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের আসর। ইতোমধ্যেই বছরের শুরুতে বিভিন্ন আসরে খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শীর্ষ তারকারা। বিশ্বের দুই নম্বর রাশিয়ার মারিয়া ‘সুগারপোভা’ শারাপোভার নতুন বছরটা বেশ ভালভাবেই শুরু হয়েছে। ব্রিসবেন ইন্টারন্যাশনালের শিরোপা জিতেছেন তিনি। সে কারণে বেশ উজ্জীবিত এ রাশিয়ান স্বর্ণকেশী সুন্দরী। আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন। শারাপোভা আশাবাদ জানিয়েছেন এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরতে চান তিনি। ঘোষণা দিয়েছেন তিনিই একমাত্র খেলোয়াড় যাকে পরাজিত করেই অন্য কাউকে জিততে হবে অস্ট্রেলিয়ান ওপেন। এখন পর্যন্ত ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। গত বছর শেষ করেছেন তিনি শীর্ষ তারকা হিসেবে। টেনিস কোর্টের বর্তমানে পরস্পরের চরম প্রতিপক্ষ সেরেনা-শারাপোভা। এবার কোর্টের চিরশত্রু সেরেনাকে ছাড়িয়ে যাওয়ার একটা দারুণ সুযোগ এ রাশিয়ানের। সে জন্য অস্ট্রেলিয়ান ওপেন জিতলেই হবে। ২০১২ সালে সর্বশেষ ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন শারাপোভা। তারপর থেকেই আবার সেরেনার দখলে গেছে সেটি। গত বছর ফ্রেঞ্চ ওপেন জয় ছাড়া বড় কোন সাফল্য ধরা না দিলেও মৌসুমের বিরতিতে নিজেকে আরও গুছিয়ে তুলতে যথেষ্ট শ্রম দিয়েছেন শারাপোভা। তিনি প্রত্যাশা করছেন বাজে ইনজুরিটাকে পেছনে ফেলে আসতে পেরেছেন তিনি এবং প্রত্যাশা করছেন অস্ট্রেলিয়ান ওপেন জেতার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আগের চেয়ে হয়ত অনেক বেশি অনুশীলন করতে পারছি এবং শারীরিকভাবে অনেক বেশি ধকল নেয়ার জন্য নিজেকে তাগাদা দিতে পারছি।’ পাঁচটি গ্র্যান্ডসøাম জয়ী শারাপোভা ২০০৮ সালে মেলবোর্ন পার্কে উঁচিয়ে ধরেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। তিনি ঘোষণা দিয়েছেন তাঁকে পরাজিত না করে কেউ এবার এখানে শিরোপা জিততে পারবে না। ২৭ বছর বয়সী শারাপোভা গত বছর ফ্রেঞ্চন ওপেন জিতেছেন। নিজেকে ফিরেও পেয়েছেন পুরনো ছন্দে। তাই এখন অনেক বেশিই আত্মপ্রত্যয়ী তিনি। শারাপোভা বলেন, ‘আমি নিশ্চিত যে জিতবে অস্ট্রেলিয়ান ওপেন আমি অন্যতম একজন তাঁদের মধ্যে। আমি এ জন্য বলছি যে আমি বিশ্বের দুই নম্বর। গত বছর আমার দারুণ একটা মৌসুম কেটেছে। একটি গ্র্যান্ডসøাম জিতেছি। কাজেই আমি মনে করি আমার যথেষ্ট সুযোগ আছে এ টুর্নামেন্টের শিরোপা জেতার।’
×