ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরানের ওপর আর নিষেধাজ্ঞা আরোপ করবেন না ॥ ওবামা

প্রকাশিত: ০৪:২৫, ১৮ জানুয়ারি ২০১৫

ইরানের ওপর আর নিষেধাজ্ঞা আরোপ করবেন না ॥ ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ প্রক্রিয়ার সূচনা না করতে শুক্রবার আইনসভা কংগ্রেসকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, এরূপ কোন পদক্ষেপ কূটনৈতিক আলোচনাকে বিপর্যস্ত করবে এবং তেহরানের সঙ্গে এক সামরিক সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে তুলবে। খবর ইয়াহুনিউজের। শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ধৈর্য ধারণ করতে কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানান। দু’নেতা তাদের ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের বিলটি স্থগিত রাখতে বলেন। ওবামা বলেন যে, নতুন নিষেধাজ্ঞার বিলটি তাঁর টেবিলে এলে তিনি এতে ভেটো দেবেন বলে ডেমোক্র্যাটিক দলীয় কংগ্রেস সদস্যদের জানিয়েছিলেন। চীনে টাগবোট ডুবিতে ২১ জনের মৃত্যু চীনের বৃহত্তম নদী ইয়াংজিতে পরীক্ষামূলক ভ্রমণের সময় টাগবোট ডুবির ঘটনায় ২১ জন নিশ্চিতভাবে মারা গেছে। খবর এএফপির। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নৌযানটি ডুবে যাওয়ার ৪০ ঘণ্টা পর শনিবার উদ্ধার করা হয়। পরীক্ষামূলক এই ট্রিপে ৮ বিদেশীসহ ২৫ আরোহী ছিলেন। পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংশু থেকে বৃহস্পতিবার বিকেলে নৌযানটি যাত্রা শুরু করে।
×