ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্যে সহযোগিতা বাড়াতে চায় রাজস্থান

প্রকাশিত: ০৪:২১, ১৮ জানুয়ারি ২০১৫

বাণিজ্যে সহযোগিতা বাড়াতে চায় রাজস্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে অনুষ্ঠিত ‘দ্য পার্টনারশিপ সামিট-২০১৫’ তে শনিবার বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে একান্ত বৈঠকে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ এই আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাণিজ্যমন্ত্রী রাজস্থানের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব অবহিত করেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নয়নের প্রশংসা করেন। তিনি রাজস্থানে তৈরি পোশাক শিল্প গড়ে তোলা এবং বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের অভিজ্ঞতা রাজস্থানে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন। এডিবি প্রতিনিধিদের ওয়ালটন কারখানা পরিদর্শন অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশী ব্র্যান্ড ওয়ালটনের উৎপাদন প্রক্রিয়া এবং কর্মপরিবেশ দেখতে প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। এ সময় তারা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। গত শুক্রবার এডিবির প্রধান অর্থনীতিবিদ শাং জিন ওয়ের নেতৃত্বে এডিবি প্রতিনিধিদল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করে। ৮ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, সিনিয়র ইকোনমিস্ট ভালেরি মার্চার ব্ল্যাকম্যান, প্রিন্সিপাল কান্ট্রি ইকোনমিস্ট জাহিদ হোসাইন, সিনিয়র ইকোনমিক্স অফিসার শামসুর রহমান, সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট বিদ্যুৎ কুমার সাহা, ইকোনমিস্ট গোলাম মর্তুজা এবং এ্যাডমিনিস্ট্রেশন ও ফিন্যান্স বিভাগের প্রধান মারুফ হোসেন।
×