ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজেআরআই ও বিজেএমসি’র সমঝোতা স্বাক্ষর

প্রকাশিত: ০৪:১৮, ১৮ জানুয়ারি ২০১৫

বিজেআরআই ও বিজেএমসি’র সমঝোতা স্বাক্ষর

প্রধানমন্ত্রীর বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনের পর গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি বিজেএমসি বোর্ড সভা কক্ষে বিজেআরআই ও বিজেএমসি’র মধ্যে যৌথ কারিগরি সহায়তার মাধ্যমে উন্নতমানের বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বৃদ্ধির নিমিত্ত বিজেএমসির চেয়ারম্যান জেনারেল হুমায়ুন খালিদের সভাপতিত্বে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেআরআই-এর মহাপরিচালক। -বিজ্ঞপ্তি এনসিসি ব্যাংকের কম্বল বিতরণ এনসিসি ব্যাংক শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকে সহস্রাধিক কম্বল প্রদান করেছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এসকে সুর চৌধুরীর হাতে এসব কম্বল হস্তান্তর করেন। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম. ওয়াহিদুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক এবং দেশব্যাপী এনসিসি ব্যাংকের শাখাসমূহের মাধ্যমে এ যাবত প্রায় বিশ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×