ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিলবোর্ড সমাচার

প্রকাশিত: ০৪:৩১, ১৭ জানুয়ারি ২০১৫

বিলবোর্ড সমাচার

ঢাকা শহর বিলবোর্ড প্রচার মাধ্যমের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিলবোর্ড ব্যবহার করে এমন অনেক কোম্পানি আছে, যারা নিয়মিত বিলবোর্ড নিজের পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকেন। দেখা যায়, ঢাকার আকর্ষণীয় বাড়ি, মার্কেট বা অফিসের ওপর অনেকে বিলবোর্ড রয়েছে। বাণিজ্যিক প্রচারে বিলবোর্ড ব্যবহার করা হয় তাই বিলবোর্ড যখন কোন বাড়ির ছাদে স্থাপন করা হয়, তখন সেই বাড়ির মালিক একটা বাৎসরিক ‘অনারিয়াম’ পেয়ে থাকেন। অনেক ক্ষেত্রে যা লোভনীয়। সাধারণত ফ্যাশন হাউস, জুয়েলারি, কসমেটিক, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোম্পানি, সমাজসচেতনতামূলক কোম্পানি থেকে শুরু করে অনেক ওষুধের কোম্পানির প্রচারের জন্য বিলবোর্ড ব্যবহার করছে। মজার বিষয় হচ্ছে, একটি বড় ও ভালমানের বিলর্বোড স্থাপন করতে হলে ছাদের ওপর যে নতুন কাঠামো তৈরি করতে হয় তার ভার অনেক। তাছাড়া বিলবোডগুলো ঝড় বাতাসে উল্টেপড়ার সম্ভাবনা থাকে। ঢাকার ছাদের বিলবোর্ড ভেঙ্গে মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। বিলবোর্ড ভেঙ্গে পড়লে নিজ দালানের ক্ষতির পাশাপাশি আশপাশের বিল্ডিংয়ের ক্ষতি হয়। রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে দেখা যায় পুরানো বাড়ির ছাদে যেখানে বিলবোর্ড স্থাপন বিপজ্জনক, সেখানেও শুধু অর্থের লোভে পড়ে অনেক বাড়ির মালিক বিপজ্জনকভাবে বিলবোর্ড স্থাপন করতে দেন। তাই বিলবোর্ড স্থাপনের জন্য কিছু নীতিমালা প্রণয়ন করা জরুরী। সিটি কর্পোরেশন এবং বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নকারীদের উদ্যোগ নেয়া জরুরী। নাজনীন বেগম আসাদ এ্যাভিনিউ, ঢাকা।
×