ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যারিস্টার ইশতিয়াকের জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:৫৭, ১৬ জানুয়ারি ২০১৫

ব্যারিস্টার ইশতিয়াকের জন্মবার্ষিকী আজ

আজ বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ৮৩তম জন্মবার্ষিকী। ‘জাতির অভিভাবক’ নামে পরিচিত আহমেদ সব সময় রাজনৈতিক পরিচিতি এবং সম্পৃক্ততা থেকে নিজেকে বিরত রেখেছেন। সৈয়দ ইশতিয়াক আহমেদ বাংলাদেশের এ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনসহ একাধিকবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সালের ১২ জুলাই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি আইন শাস্ত্র ও রাষ্ট্র শাসনকার্যের ওপর অসংখ্য অপ্রকাশিত লেখা রেখে গেছেন। তাঁর দুটি প্রাথমিক লেখা বই ‘ঞযব ওংযঃরধয় চধঢ়বৎং’ এবং ‘ঈবৎঃরড়ৎধৎর: অহ অফসরহরংঃৎধঃরাব খধি জবসবফু.’ নামে প্রকাশিত হয়েছে। ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ৮৩তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতি রক্ষণার্থে সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে সারাবছর ধরে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। -বিজ্ঞপ্তি এয়ারটেল ‘ইয়াং লিডার’ প্রোগ্রাম শুরু হচ্ছে শীঘ্রই এয়ারটেল বাংলাদেশ লিমিটেড চতুর্থবারের মতো তাদের ফ্ল্যাগশিপ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম ‘ইয়াং লিডার’ শুরু করতে যাচ্ছে। এই প্রোগ্রামের মাধ্যমে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সদ্য ¯œাতক অথবা ¯œাতকোত্তর উত্তীর্ণ ছাত্রছাত্রীরা সরাসরি কোম্পানিটিতে আবেদন ও চাকরি লাভের সুযোগ পেয়ে থাকেন। এয়ারটেলের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এ বছরের ইয়াং লিডার প্রোগ্রামে ব্যবসায় প্রশাসন অথবা বিজ্ঞান অনুষদের যে কোন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। বিস্তারিত তথ্য এয়ারটেল ক্যারিয়ার ফেসবুক পেজ (িি.িভধপবনড়ড়শ.পড়স/ধরৎঃবষ.পধৎববৎ) থেকে জানা যাবে। -বিজ্ঞপ্তি
×