ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবরোধে নাশকতা

প্রকাশিত: ০৭:৩৭, ১৫ জানুয়ারি ২০১৫

অবরোধে নাশকতা

ককটেল বিস্ফোরণে কলেজ ছাত্রের মুখের একাংশ উড়ে গেছে ॥ রাজধানীর বঙ্গবাজার এনেস্কো টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণে সরকারী কবি নজরুল কলেজের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণে ওই ছাত্রের মুখম-লের বাম অংশ উড়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ওই ছাত্রের নাম সাজিদ হোসেন অভি। সে কবি নজরুল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ঘটনার পর পরই রনি নামে এক পথচারী আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ককটেলের স্পিøন্টারে জীবন নামে এক কিশোরও আহত হয়েছে। তাকেও হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসা অভির বন্ধু সুমন জানান, অভি, জীবনসহ তারা তিনজন বঙ্গবাজারে কেনাকাটা করতে আসে। মার্কেটে প্রবেশের আগে তারা ককটেল বিস্ফোরণের কবলে পড়ে। অভির মা নূরজাহান বেগম জানান, তাঁর স্বামী দেলোয়ার হোসেন ডিম বিক্রেতা। তারা ধোলাইখাল কলতাবাজার রোকনপুরে থাকে।
×