ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নতুন চলচ্চিত্রে রুমাই নোভিয়া

প্রকাশিত: ০৬:৪৪, ১৫ জানুয়ারি ২০১৫

নতুন চলচ্চিত্রে রুমাই নোভিয়া

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের বড় পর্দায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী রুমাই নোভিয়া। সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ শিরোনামের একটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জানা গেছে, আগামী মার্চ মাসের ২৫ তারিখ থেকে ‘ক্রাইম রোড’ চলচ্চিত্রের শূটিং শুরু হবে। এ্যাকশন ধাঁচের এই চলচ্চিত্রের কাহিনীতে অপরাধ জগতের এগলি-ওগলি উঠে আসবে। চলচ্চিত্রে রুমাই নোভিয়া ছাড়া আরও অভিনয় করবেন আনিসুর রহমান মিলন, জেফ, বিপাশা কবীর, শিশির আহমেদ, সাদিয়া আফরিন, শরীফ চৌধুরী, সায়লা সাবি, সজল, বড়দা মিঠু, মিশা সওদাগর, মিজু আহম্মেদ, আহম্মেদ শরীফ আশফাক নওশেরসহ অনেকে। আইটেম গানে নেচে বড় পর্দায় দর্শক মাতিয়েছেন রুমাই নোভিয়া। ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে পর আর কোন চলচ্চিত্রের আইটেম গানে দেখা যায়নি তাঁকে। কারণ স্বপ্ন ছিল অভিনয় করারÑ বলছিলেন তিনি। চলচ্চিত্রে অভিষেক প্রসঙ্গে রুমাই নোভিয়া বলেন, অনেক দিনের ইচ্ছে ছিল চলচ্চিত্রে অভিনয় করার। সায়মন তারিক ভাইয়ার মতো এত ভাল একজন নির্মাতার সঙ্গে কাজ করতে পারব, এটা ভেবে খুব ভাল লাগছে। আশা করছি এই চলচ্চিত্রটি আমাকে দর্শকদের কাছাকাছি নিয়ে যাবে বলে আমি আশা করছি। ভবিষ্যতে চলচ্চিত্রে নিয়মিত হতে চান তিনি। উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে রসিক আমার শিরোনামে একটি আইটেম গানে পারফর্মের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নোভিয়ার। এছাড়া ‘সাত পাকের জীবন’ নামের একটি মিউজিক ভিডিওতে কাজ করে ব্যাপক পরিচিতি পান এ মডেল। এছাড়া বিভিন্ন ফ্যাশন হাউসের মডেলিংয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে নোভিয়ার পথচলা শুরু হয়। রবি, গ্রামীণফোন, প্রাণ জুসসহ বেশকিছু পণ্যের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। ‘মুহূর্তগুলো অন্যরকম হয়’ নির্মিত হলো নাটক স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী আনিকা কবীর শখ জুটি ‘মুহূর্তগুলো অন্যরকম হয়’ শিরোনামের একটি নাটকের মাধ্যমে আবারও জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। গল্প এবং চিত্রনাট্য রচনা করেছেন সেতু আরিফ। সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ও একটি হাউসে নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আফজাল খান। আবারও শখের সঙ্গে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, শখের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি। তবে হাতেগোনা যে ক’টি কাজ করেছি আমার কাছে সবগুলোই বেশ উপভোগ্য ছিল। অভিনয়ে শখের মনোযোগ কিংবা ম্যাচুরিটি আগের চেয়ে অনেক বেড়েছে। এটা সত্যিই অনেক বেশি পজিটিভ।
×