ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাধারণ বিজ্ঞান

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৬:১৭, ১৫ জানুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২১. সৃষ্টির শুরতে পৃথিবীর বায়ুমন্ডলে ছিল- র. মিথেন গ্যাস রর. অ্যামোনিয়া গ্যাস ররর. অক্সিজেন গ্যাস নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ)র, রর ও ররর ২২. কোনটির দ্বারা বোঝা যায় পানি বা জলীয় দ্রবণ এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ? ক) তাপমাত্রা খ) সমচাপ গ) ঢ়ঐ ঘ) শিশিরাঙ্ক ২৩. ত্বকের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোন মৌল? ক) ঙ খ)ঝ গ) ঐম ঘ) ঐ ২৪. লবণের দ্রবণকে কী বলে? ক) ব্রাইন খ) ব্রেইন গ) ক্রেইন ঘ) ব্রাউন ২৫. কোষের নিউক্লিয় অ্যাসিড হচ্ছে- র. উঘঅ রর. জঘঅ ররর. অঞচ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৬.ছেলেমেয়েরা বয়ঃসন্ধিকালে- র. কল্পনাপ্রবণ হয় রর. আকর্ষণপ্রবণ হয় ররর. পরিপাটি হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭. ′প্রতিটি জীব তার ভ্রূরেন ক্রমপরিণতিকালে অল্প সময়ের জন্য হলেও উদবংশীয় জীবের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায়′-উক্তিটি কার? ক) হেকেল খ) ডারউইন গ)স্পেনসার ঘ) এরিস্টটল ২৮. অণুচক্রিকার গড় আয়ু কত দিন? ক) ৫-১০ খ) ১০-১৫ গ) ১৫-২০ ঘ) ২০-২৫ ২৯. কী কারণে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটত? ক) ঘূর্ণিঝড়ের কারণে খ) আগ্নেগিরির অগ্নোপাতের কারণে গ) জলোচ্ছ্বাসের কারণে ঘ) টর্নেডোর কারণে ৩০. ফ্লিস উল বলা হয় সংগৃহীত- র. পশম রর. লোম ররর. চুল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩১. কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে? ক) কোলেস্টেরল খ) অ্যামাইনো এসিড গ) ফ্যাটি এসিড ঘ) গ্লুকোজ ৩২. সূর্যালোকের অতিবেগুণি রশ্মির সহায়তায় মানুষের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? ক) ভিটামিন ′অ′ খ) ভিটামিন ′ঈ′ গ) ভিটামিন ′উ′ ঘ) ভিটামিন ′ঊ′ ৩৩. অস্থি ও দাঁতের গঠন শক্ত রাখতে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি? ক) ক্যালসিয়াম খ) ফসফরাস গ) লৌহ ঘ) ম্যাগনেসিয়াম ৩৪. পূর্ণবয়স্ক পুরুষ দেহে প্রতিঘন মিলিমিটার রক্তে লোহিত কনিকার সংখ্যা- ক) ৮০-৯০ লাখ খ) ৪-৫ লাখ গ) ৬০-৭০ লাখ ঘ) ৪.৫-৫.৫ লাখ ৩৫.ফিল্টার কোন কাজে ব্যবহার করা হয়? ক) পানি থেকে ময়লা আবর্জনা দূর করতে খ)পানির জীবাণু ধ্বংস করতে গ)পানিকে আর্সেনিকমুক্ত করতে ঘ) পানির জীবাণু নিস্ক্রিয় করতে ৩৬. অণুচক্রিকাকে ইংরেজিতে কী বলে? ক) গ্রানুলোসাইট খ) অ্যাগ্রানুলোসাইট গ) থ্রম্বোসাইট ঘ) পেইটলেট ৩৭. মানুষের লোহিত রক্তকণিকার আয়ু- ক) ৪ মাস খ) ৫ মাস গ) ৬ মাস ঘ) ৭ মাস ৩৮. আর্ন্তজার্তিক আইন সমিতির ৫২তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ক) ফুকুসিমায় খ)ঢাকায় গ)নিউইয়র্কে ঘ) হেলসিংকিতে অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: অপু সমবয়সীদের চেয়ে লম্বায় খাটো এবং ওজনেও অনেক কম। তার ভাইয়ের ঠোঁটের কোণায় ও মুখে প্রায়ই ঘা হয়। ৩৯. অপুর খাদ্য তালিকায় কোন খাদ্য উপাদানটির অভাব রয়েছে? ক) আমিষ খ) শর্করা গ)স্নেহ ঘ) ভিটামিন ৪০. উপরিউক্ত অবস্থায় অপুর ভাইয়ের কোন খাদ্যটি বেশি খাওয়া উচিত? ক) চাল খ) গেম গ) মাছ ঘ) খনিজলবণ
×