ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোনারগাঁয় মাসব্যাপী কারুশিল্প ও লোকজ উৎসব শুরু

প্রকাশিত: ০৩:০৭, ১৫ জানুয়ারি ২০১৫

সোনারগাঁয় মাসব্যাপী কারুশিল্প ও লোকজ উৎসব শুরু

রুমন রেজা, নারায়ণগঞ্জ ॥ বাঙালীর ঐতিহ্য ও কৃষ্টিকে ধারণ করে বাংলার এক সময়ের রাজধানী সোনারগাঁয়ে শুরু হয়েছে মাসব্যাপী লোককারু“শিল্পমেলা ও লোকজ উৎসব। বুধবার থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে জমে উঠেছে এই প্রাণের মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারু ও চারুশিল্পীরা তাদের উৎপাদিত পণ্য সম্ভার নিয়ে যোগ দিয়েছেন উৎসবে। প্রতিদিন মেলা মঞ্চে বসবে গানের আসর। লোকজ শিল্পীরা গাইবেন জীবনের গান। কারুমেলা, সাংস্কৃতিক আয়োজন, হারিয়ে যাওয়া খেলাধুলার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে গ্রাম-বাংলার ছবি। মেলার উদ্বোধনকালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, গ্রামীণ ঐতিহ্যকে এই প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই মেলার যথেষ্ট ভূমিকা রয়েছে। আমাদের ইতিহাস হাজার বছরের। আমাদের সেই লোকসংস্কৃতির ঐতিহ্য মূর্ত হয়ে উঠবে এ মেলায়। লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ও জাগিয়ে তুলতে জাতির জনক বঙ্গবন্ধু ও শিল্পাচার্য জয়নুলের স্বপ্ন ছিল এই ফাউন্ডেশন। তাই শুধু মুখে নয়, বঙ্গবন্ধু ও জয় বাংলার আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে। ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি। এ সময় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রমুখ। মন্ত্রী পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়াও লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া ও ভাটিয়ালী গান, জারি-সারি ও হাছন রাজার গান, লালন সঙ্গীত, মাইজভা-ারী গান, মুর্শেদী গান, গায়েহলুদের গান, বান্দরবান, বিরিশিরি, কমলগঞ্জের মণিপুরী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরীয়তি-মারফতি গান, ছড়া পাঠের আসর, পুঁথি পাঠ, গ্রামীণ খেলা, লাঠি খেলা, ঘুড়ি ওড়ানো, লোকজ জীবন প্রর্দশনী, লোকজ গল্প বলা, পিঠ প্রর্দশনী ইত্যাদি নানারকম আয়োজন থাকবে।
×