ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সামির প্রত্যাশা

প্রকাশিত: ০৬:০৮, ১৪ জানুয়ারি ২০১৫

সামির প্রত্যাশা

স্পোর্টস রিপেপোর্টার ॥ সাফল্য মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করার পর শেষ টি২০তে আজ দুর্ধর্ষ প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করতে চান সফরকারী অধিনায়ক ড্যারেন সামি। ডারবানে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়। টেস্ট সিরিজে হারের পর কেউই সেভাবে ক্যারিবীয়দের হিসেবে ধরেনি। কিন্তু ক্রিস গেইলের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এক ম্যাচ হাতে রেখেই টি২০ সিরিজ জিতে নেয় উইন্ডিজ। দুই ম্যাচেই জয়ের নায়ক জ্যামাইকান ব্যাটিং-ঝড়! আত্মবিশ্বাসী অধিনায়ক ড্যারেন সামি বলেন, ‘সিরিজ নিশ্চিত হয়ে গেছে বলে আমরা এতটুকু নির্ভার নই। এখন লক্ষ্য তৃতীয় ও শেষ ম্যাচ জিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করা। আমার বিশ্বাস আমরা সেটা পারব। কারণ দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দারুণ অবস্থায়। সুস্থ হওয়া গেইল স্বরূপে ফেরায় বদলে গেছে গোটা চিত্র।’ একদমই বাড়িয়ে বলেননি সামি। দুটি ম্যাচের গল্প ছিল কেবলই গেইলময়। প্রথম ম্যাচে ১৬৫, আর দ্বিতীয়টিতে ২৩১ রান সংগ্রহ করেও হারতে হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। ৩১ বলে ৭৭ এবং ৪১ বলে ৯০ রানের দুটি টর্নেডো ইনিংস খেলে দুটিতেই জয়ের নায়ক গেইল! জোহানেসবার্গের দ্বিতীয় ম্যাচে তো নতুন ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২৩১ রানের জবাবে ১৯.২ ওভারে ৬ উইকেটে ২৩৬Ñ পরে ব্যাটিং করে রান সংগ্রহের ক্ষেত্রে টি২০তে নতুন ইতিহাস! আগে যেটি ছিল ভারতের দখলে, ২০০৯ সালে মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে ২১১ রান করে জিতেছিল তারা। ৪১ বলে ৯ চার ও ৭ ছক্কায় ৯০ রান করে নায়ক গেইল। ২৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন জ্যামাইকান ব্যাটিং দানব। আগের ম্যাচে ১৭ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে যিনি একাই পার্থক্য গড়ে দিয়েছিলেন।
×