ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম

প্রকাশিত: ০৫:৪৩, ১৪ জানুয়ারি ২০১৫

রূপগঞ্জে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৩ জানুয়ারী ॥ রূপগঞ্জে তারাবো পৌর এলাকায় এক চোখ বিশিষ্ট অনাবৃত মস্তকের এক মেয়ে শিশু ভূমিষ্ঠ হয়েছে। শিশুটির মাথার নরম মগজ দেখা যাচ্ছে, যা পাতলা পর্দা দ্বারা আবৃত। মাথার ওপরের অংশে কোন খুলি নেই। শিশুটির ২টি হাত, ২টি স্বাভাবিক পা থাকলেও এক চোখ বিশিষ্ট। ঠোঁট কাটা। নাকও অনাবৃত। মঙ্গলবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকার নিজ বাড়িতে এ শিশু জন্মগ্রহণ করে। সে এখনও জীবিত আছে। তাকে এক নজর দেখতে আশপাশ এলাকার শত শত লোক কাজীপাড়া এলাকায় ভিড় করছে। জানা গেছে, উপজেলার কাজীপাড়া এলাকায় রিক্সাচালক দেলোয়ার হোসেনের স্ত্রী নীপা আক্তারের (২২) গর্ভে আটমাস পর এ শিশুর জন্ম হয়। এটি দেলোয়ার নীপা দম্পতির দ্বিতীয় সন্তান। এ ব্যাপারে স্থানীয় চিকিৎসক সোহেল আহম্মেদ বলেন, শিশুটির মস্তক অনাবৃত হলেও হাত-পা সবকিছু স্বাভাবিকভাবে নাড়াচাড়া করছে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটিকে নেয়ার জন্য পরার্মর্শ দিয়েছেন। এ ব্যাপারে শিশুটির পিতা দেলোয়ার হোসেন বলেন, সৃষ্টিকর্তা তাকে যেভাবে আমাদের কাছে পাঠিয়েছেন তাতেই আমরা খুশি। তার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।
×