ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২৫, ১৩ জানুয়ারি ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

সুধীর বরন মাঝি, শিক্ষক ডক্টর মালিকা কলেজ , ঢাকা ....................................... বহুনির্বাচনী-২০ ১। হাইকিং শব্দের অর্থ কি ? (ক) উদ্দেশ্যমূলক ভ্রমন (খ) প্রাথমিক চিকিৎসা (গ) নরম (ঘ) মজবুত। ২। কোন তারিখে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় ? (ক) ৮মে (খ) ৮জুন (গ) ৮ডিসেম্বও (ঘ) ২২এপ্রিল। ৩। প্রাথমিক চিকিৎসার জনক কে ? (ক) ডাঃ তাপস কুমার (খ) ডাঃ ফ্রেডরিক এজমার্ক (গ) ডাঃ ফয়েজ (ঘ) ডাঃ এ কে খান। ৪। কত সালে গার্লগাইড ও স্কাউট প্রতিষ্ঠিত হয় ? (ক) ১৯০০ ও ১৯০৫ (খ) ১৯১০ ও ১৯০৮ (গ) ১৯১০ ও ১৯০৭ (ঘ) ১৯৯৫ ও ১৯৯৭। ৫। জন হেনরি ডুনান্ট কোন দেশের নাগরিক ছিলেন ? (ক) জাপান (খ) জার্মানি (গ) কানাডা (ঘ) সুইজারল্যান্ড । ৬। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি কয়টি ? (ক) ১০টি (খ) ৭টি (গ) ১২টি (ঘ) ১৫টি। ৭। তাবুতে বসবাসের সময় নিজেদের মালপত্র গুচিয়ে রাখার পদ্ধতি হলো - (ক) পাইওনিয়ারিং (খ) ল্যাসিং (গ) গ্যাজেট তৈরী (ঘ) হাইকিং। ৮। প্রতিদিন কারো না কারো উপকার করা কার শ্লোগান ? (ক) ইউনিসেফহ (খ) রেড ক্রস (গ) গার্লগাইড ও স্কাউট (ঘ) কেয়ার। ৯। স্কাউট ও গার্লগাইডের মূল মন্ত্র হলো -----। (ক) কল্যাণ (খ) নেতৃত্বের বিকাশ (গ) সার্বিক উন্নয়ন (ঘ) সদা প্রস্তুত। ১০। ডাঃ ফ্রেডরিক এজমার্ক কোন দেশের নাগরিক ছিলেন ? (ক) জার্মান (খ) জাপান (গ) চীন (ঘ) বাংলাদেশ। ১১। রেড ক্রস কত সালে জন্ম লাভ করে ? (ক) ১৯৬৪ সালে (খ) ১৯৬৩সালে (গ) ১৯৬২সালে (ঘ) ১৯৬১সালে। ১২। ডাঃ ফেডরিক এজমার্ক পেশায় ছিলেন একজন-----। (ক) কবি (খ) উকিল (গ) কৃষিবিদ (ঘ) শল্য চিকিৎসক। ১৩। কম্পাস কি ? (ক) দিক নির্ণয় যন্ত্র (খ) ডিজিটাল ঘড়ি (গ) দূরবিক্ষন যন্ত্র (ঘ) অনুবিক্ষন যন্ত্র। ১৪। প্রতিদিন ব্যায়াম ও পরিশ্রম করার ফলে শরীরের জীব কোষগুলো----। (ক) বৃদ্ধি ঘটে (খ) ক্ষয় প্রাপ্ত হয় (গ) শুকিয়ে যায় (ঘ) মৃত্যু ঘটে। ১৫। ১২-১৪ বছর বয়স পর্যন্ত ঘুমের প্রয়োজন-----। (ক) ১০-১১ঘন্টা (খ) ৯-১০ঘন্টা (গ) ৮-৯ঘন্টা (ঘ) ৬-৮ঘন্টা। ১৬। শিশুদের সারাদিনের ক্লান্তি দূর হয় কত ঘন্টা ঘুমাতে পারলে ? (ক) ৯-১০ঘন্টা (খ) ৮ঘন্টা (গ) ১২ঘন্টা (ঘ) ১৬ঘন্টা। ১৭। জীবনের স্তর কয়টি ? (ক) ৫টি (খ) ৬টি (গ) ৭টি (ঘ) ৪টি। ১৮। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুইভাগে বিভক্ত ---। (ক) এনাটমি ও ফিজিওলজি (খ) এনাটমি ও জুলিজি (গ) ফিজিওলজি ও বোটানি (ঘ) জুলিজি ও বোটানি। ১৯। দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গের কাজের সমন্বয় সাধিত হয় ----। (ক) হৃৎপিন্ডের মাধ্যমে (খ) ফুসফুস দ্বারা (গ) মেরুমজ্জা (ঘ) কেন্দ্রীয় ¯œায়ুতন্ত্র দ্বারা। ২০। চিৎ হয়ে শুয়ে দুই পা কত ইঞ্চি উচ্চতায় বারবার তুললে পেটের মেদ কমে ? (ক) ৮ইঞ্চি (খ) ৭ইঞ্চি (গ) ৬ইঞ্চি (ঘ) ১০ইঞ্চি। উত্তর ঃ ১(ক), ২(ক), ৩(খ), ৪(গ), ৫(ঘ), ৬(খ), ৭(গ), ৮(গ), ৯(ঘ), ১০(ক), ১১(খ), ১২(ঘ), ১৩(ক), ১৪(খ), ১৫(গ), ১৬(ক), ১৭(ঘ), ১৮(ক), ১৯(ঘ), ২০(ক)।
×