ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরিদপুরে রূপালী ব্যাংকের খোয়া যাওয়া টাকা উদ্ধার

প্রকাশিত: ০৬:৩০, ১৩ জানুয়ারি ২০১৫

ফরিদপুরে রূপালী ব্যাংকের খোয়া যাওয়া টাকা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ জানুয়ারি ॥ রূপালী ব্যাংকের ফরিদপুর শাখা থেকে খোয়া যাওয়া সব টাকা উদ্ধার করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ অফিস সহকারী আবুল কালামের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে চুরির অপরাধে একটি মামলা দায়ের করেছে। এদিকে দ্রুততম সময়ে এত বিশাল অঙ্কের টাকা উদ্ধার করতে পারার সাফল্যে মহাপুলিশ পরিদর্শক একেএম শহীদুল হক উদ্ধারকারী দলকে পুরস্কৃত করেছেন। সোমবার সকালে গ্রেফতার হওয়া ব্যাংকের অফিস সহকারী আবুল কালামের তথ্য অনুযায়ী ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুরের বাড়ির আলমারি থেকে ব্যাংক থেকে খোয়া যাওয়া আরও ৪৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া যে যে ব্যক্তিদের টাকা দিয়েছিল তাদের কাছ থেকে চেক বাবদ সব টাকা বুঝে নিয়েছে ব্যাংক। রূপালী ব্যাংকের ডিজিএম অশোক কুমার সিংহ রায় জানান, সোমবার নগদ ৮ লাখ ৪৫ হাজার পাঁচ শ’ টাকা এবং চারটি চেকের মাধ্যমে বাকি টাকাগুলো উদ্ধার করা হয়। রূপালী ব্যংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক এজিএম খান শহীদুল ইসলাম রবিবার রাতে বাদী হয়ে আবুল কালামের নাম উল্লেখ করে দিনের বেলা চুরির দায়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করেছেন। সাদা মাছের বাজারে ধস ॥ অবরোধ তুলে নেয়ার আহ্বান বাবুল সরদার, বাগেরহাট ॥ জামায়াত-বিএনপি জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের সাদা মাছের বাজারে বিরূপ প্রভাব পড়েছে। পাইকারি সাদা মাছের আড়তে মাছের আমদানি অস্বাভাবিকহারে কমে যাওয়ায় বেচাকেনা অর্ধেকের নিচে নেমে এসেছে। প্রতিদিন এই দুটি মৎস্য আড়তে অন্তত দুই শ’ টন মাছ কেনাবেচা হয়ে থাকে। আর এখান থেকে এই মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। অবরোধের ফলে পরিবহন সংকটের কারণে তা এখন অর্ধেকে নেমে এসেছে। ফলে এই মৎস্য শিল্পের সঙ্গে জড়িত চাষী ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অবিলম্বে এই শিল্পের সঙ্গে জড়িতদের রক্ষা করতে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সোমবার দুপুরে দক্ষিণাঞ্চলের সাদা মাছের সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এবং ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়তের ব্যবসায়ী ও চাষীদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে। এই আড়ত থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফেনীসহ দেশের বিভিন্ন জেলার মোকামে মাছ রফতানি হয়ে থাকে।
×