ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অকারণে দর বাড়ছে অলটেক্সের

প্রকাশিত: ০৫:১১, ১৩ জানুয়ারি ২০১৫

অকারণে দর বাড়ছে অলটেক্সের

অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের গত পাঁচ কার্যদিবস ধরে ধারাবাহিকভাবে দর বাড়ছে। তবে কোম্পানির এই ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনরকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। সম্প্রতি এই কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে অলটেক্স কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৩০ পয়সা বা ৪৭ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এদিকে গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা থেকে ৩৫ টাকা ৪০ পয়সা পর্যন্ত। সোমবার শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছে। কেয়া কসমেটিকসের এজিএম স্থগিত অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে কোম্পানির পূর্বনির্ধারিত এজিএম-এর তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগামীকাল এজিএম হওয়ার কথা ছিল। জানা গেছে, পরবর্তী নোটিসের মাধ্যমে কোম্পানির এজিএমের তারিখ, সময় ও স্থান জানানো হবে। প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর কেয়া কসমেটিকসের পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২১ ডিসেম্বর।
×