ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিনিকলের বর্জ্যে হুমকিতে জয়পুরহাটের জনস্বাস্থ্য

প্রকাশিত: ০৫:৩২, ১২ জানুয়ারি ২০১৫

চিনিকলের বর্জ্যে হুমকিতে জয়পুরহাটের জনস্বাস্থ্য

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১১ জানুয়ারি ॥ জয়পুরহাট চিনিকলে বর্জ্য, অপরিকল্পিত দুর্বল নিষ্কাশন, যানবাহনের ধোয়া ও রাস্তার পাশে ওয়েল্ডিং কারখানাগুলোর কারণে জয়পুরহাট শহরের জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে এবং প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। জয়পুরহাট চিনিকল শহরের মধ্যে অবস্থিত হওয়ায় নবেম্বর থেকে মার্চ পর্যন্ত ৫ মাস আখ মাড়াই মৌসুমে পরিবেশ মারাত্মক দূষিত হয়ে পড়ে। চিনিকল চালু হলে পরিত্যক্ত ছাই বাতাসে উড়ে শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ঘরবাড়ি নোংরা করে এবং খাবার দাবার নষ্ট হয়। এছাড়া ছাই চোখে পড়ে চোখের নানা রোগের সৃষ্টি করে। চিনিকলের নির্গত বর্জ্য সালফারযুক্ত দূষিত পানি নিষ্কাশনের ড্রেন শহরের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই দূষিত পানির দুর্গন্ধ শহরময় ছড়িয়ে পড়ে। দুর্গন্ধযুক্ত পানিতে মিশ্রিত জ্বালানি হিসেবে ব্যবহৃত গাদ ড্রেনের পাশে শুকানো হয়। এর ফলে পরিবেশ দূষিত হয়।
×