ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কয়রায় এমপি নুরুল হককে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত: ০৫:৩১, ১২ জানুয়ারি ২০১৫

কয়রায় এমপি নুরুল হককে অবাঞ্ছিত ঘোষণা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট নুরুল হককে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কয়রায় অবাঞ্ছিত ঘোষণা করেছে। রবিবার বিকেলে কয়রা উপজেলা সদরে তার বিরুদ্ধে মিছিল করা হয় এবং চৌরাস্তা মোড়ে পথসভা করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে এমপির ছেলে রফিকুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক মোটরসাইকেল ও কয়েকটি মাইক্রোবাসে দুই শতাধিক যুবককে নিয়ে কয়রা উপজেলা সদরে মহড়া দেয়া হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, কয়রা উপজেলায় আগে থেকেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। শনিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্পণ দিবস উপলক্ষে কয়রা উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীরা অভ্যন্তরীণন কোন্দল নিরসন করে দলীয় কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান। পরে এমপি নুরুল হক বক্তব্য দেন। তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে পাল্টা বক্তব্য দেন আওয়ামী লীগের কয়রা উপজেলা আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মহসীন রেজা। এ নিয়ে সভায় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সভার কাজ শেষ করা হয়। এ ঘটনায় কয়রায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।
×