ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলতি বছর শাহজালাল সার কারখানায় উৎপাদন শুরু হবে

প্রকাশিত: ০৫:১১, ১২ জানুয়ারি ২০১৫

চলতি বছর শাহজালাল  সার কারখানায় উৎপাদন  শুরু হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শাহজালাল সার কারখানায় উৎপাদন চলতি বছরেই শুরু হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি জানান, ২০১৩ সালের শেষ ৪ মাস রাজনৈতিক সহিংসতা ছিল। এছাড়া নদীর নাব্যতা কমে যাওয়ায় মংলা বন্দর থেকে ভারি মেশিনারিজ পরিবহনেও বিলম্ব হয়েছে। এ সব কারণে শাহজালাল সার কারখানার নির্মাণ কাজ কিছুটা ব্যাহত হয়েছে। এরপরও সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ইতোমধ্যে ৯৩ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুনের মধ্যে সম্পন্ন হবে এবং এর পরপরই উৎপাদন শুরু হবে। উল্লেখ্য, এই কারখানার বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ লাখ ৮০ হাজার মেট্রিক টন।
×