ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মৌসুম শেষেই যুক্তরাষ্ট্রে যাবেন ল্যাম্পার্ড

প্রকাশিত: ০৫:৪৯, ১১ জানুয়ারি ২০১৫

মৌসুম শেষেই যুক্তরাষ্ট্রে যাবেন ল্যাম্পার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ এক যুগেরও বেশি সময় চেলসিতে কাটিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। গত মৌসুমে ব্লুজদের বিদায় বলে দেন তিনি। যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব নিউ ইয়র্ক সিটিতে। কিন্তু নিজেকে ফিট রাখার জন্য প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার সিটিতে এমএলএস শুরুর আগের সময়টা কাটানোর পরিকল্পনা করেন ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু সিটির হয়ে এই সময়ে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এর ফলে গত ৩১ ডিসেম্বর ল্যাম্পার্ডের সঙ্গে নতুন করে চুক্তি করে লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর এই চুক্তি অনুযায়ী লীগ শেষ না হওয়া পর্যন্ত ইত্তিহাদ স্টেডিয়ামেই থাকবেন সাবেক ইংলিশ মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আর এতে ভীষণ ক্ষুদ্ধ তার বর্তমান ক্লাব নিউ ইয়র্ক সিটির সমর্থকরা। কারণ মৌসুমের শুরুতে নিউ ইয়র্কের ক্লাবটিতে নাম লেখালেও এখন পর্যন্ত কোন ম্যাচ খেলেননি ল্যাম্পার্ড। ইংলিশ ফুটবলের অন্যতম সেরা তারকা ল্যাম্পার্ড যোগ দিয়েছেন জেনে, মেজর লীগ সকারের তিন মাসের অগ্রীম টিকেটও কিনেছিলেন অনেকেই। কিন্তু তারা আর ল্যাম্পার্ডের ম্যাচ উপভোগ করতে পারছেন না। তবে বর্তমানে নিজেকে অপমানিত বোধ করছেন ল্যাম্পার্ডও। তাই নিজের অবস্থানটাকে সুস্পষ্ট করলেন সাবেক চেলসির এই তারকা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার অবস্থানটাকে সুস্পষ্ট করতে চাই। গত কয়েক দিনে আমি অসংখ্যবার মিথ্যুক এবং অপদার্থ-নির্বোধ বলে বিবেচিত হয়েছি। গত মৌসুমের শেষে চেলসির সঙ্গে যখন সম্পর্কছেদ করি তখন নিউ ইয়র্ক সিটি এফসির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হই। যেটি ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। নিউ ইয়র্কে যাওয়ার আগে সিটিতে অনুশীলন করার প্রস্তাব দেই নিজেকে ফিট রাখার জন্য। কিন্তু এই সময়ের মধ্যে সিটি আবারও চুক্তির মেয়াদ বাড়িয়েছে। তবে আমি প্রিমিয়ার লীগের মৌসুম শেষেই নিউ ইয়র্ক সিটি এফসির সঙ্গে যোগ দিতে চাই। আমি এটা বলতে পারি যে, নিউ ইয়র্কের হয়ে খেলার জন্য আমি মুখিয়ে আছি। ক্লাবকে সবকিছু ঢেলে দেয়ার জন্য আমি প্রস্তুত।’ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হয়ে এই সময়ে ১৫ ম্যাচ খেলেছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আর প্রতিপক্ষের জালে ৭ বার বল জড়িয়েছেন তিনি। এ সময় তাকে সমর্থন করার জন্য ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ইংলিশ মিডফিল্ডার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাকে সমর্থন করার জন্য সকলের প্রতিই কৃতজ্ঞ। ২০১৫ সালে আমি সকলের সুস্বাস্থ্য এবং সুখী কামনা করি।’ সম্প্রতি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়েছেন লিভারপুলের অধিনায়ক স্টিভেন জেরার্ডও। চলতি মৌসুম শেষেই শৈশবের ক্লাব ছেড়ে দেবেন তিনি। আর এই মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লীগ ছেড়ে আমেরিকার মেজর লীগ সকারে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ইংলিশ ক্লাব টিভি চ্যানেলকে এক সাক্ষাতকারে বিষয়টি নিশ্চিত করেছেন জেরার্ড। তবে কোন ক্লাবের নাম জেরার্ড নির্দিষ্ট করে না বললেও ইতোমধ্যে বাতাসে ভেসে বেড়াচ্ছে গুজব। ইউনাইটেড স্টেড সকার ক্লাব এলএ গ্যালাক্সিতে নাকি ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করবেন মাঝমাঠের এই সৈনিক।
×