ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউএন উইমেনের সহসভাপতি হলো বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৩, ১১ জানুয়ারি ২০১৫

ইউএন উইমেনের সহসভাপতি হলো বাংলাদেশ

বিশ্বজুড়ে নারীর কল্যাণে প্রতিষ্ঠিত ‘ইউএন উইমেন’-এর কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ইউএন উইমেনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, লাতিন আমেরিকা এবং পূর্ব ইউরোপ অঞ্চল থেকে আরও তিনজন সহসভাপতি হয়েছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ইকোনমিক এ্যাফেয়ার্স মিনিস্টার বরুণ দেব মিত্র এই দায়িত্ব পালন করবেন বলে ইউএন উইমেনের ওয়েবসাইট থেকে জানা গেছে। তিন বছরমেয়াদী এ কমিটির চেয়ারপার্সন হয়েছেন ডেনমার্কের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইবি পেটারসন। এ বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন বলেন, ‘জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ সংস্থার নির্বাচনে বাংলাদেশ জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের যে কাজ চলছে তারই স্বীকৃতি মিলল।’ তিনি জানান, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্য অর্জনে এই সংস্থা জাতিসংঘের অন্য সব সংস্থার সঙ্গে সমন্বয়ের কাজ করে। সদস্য রাষ্ট্রগুলোতে নারীর অধিকার সুসংহত করতেও সোচ্চার রয়েছে ‘ইউএন-উইমেন’। ৪১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে আফ্রিকার ১০, এশিয়া ও প্যাসিফিকের ১০, পূর্ব ইউরোপের চার, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশসমূহের ৬, পশ্চিম ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে ৫ জন করে প্রতিনিধি রয়েছেন। এছাড়া সংস্থাটি পরিচালনায় অর্থ সহায়তা দেয়া দেশগুলোর জন্য ছয়টি আসন সংরক্ষিত। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী ২০১০ সালের জুলাইয়ে মাসে ইউএন উইমেন প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সংস্থাটি নারীর জন্য কল্যাণকর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে অর্থের সংস্থান করে আসছে। সূত্র : ওয়েবসাইট
×