ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরও সাড়ে ১২ হাজার টন চাল রফতানি হলো শ্রীলঙ্কায়

প্রকাশিত: ০৪:৪৪, ১১ জানুয়ারি ২০১৫

আরও সাড়ে ১২ হাজার টন চাল রফতানি হলো শ্রীলঙ্কায়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আরও সাড়ে ১২ হাজার টন চাল রফতানি হলো শ্রীলঙ্কায়। শনিবার দুপুরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার কল্লোল চালের এ চালানটি নিয়ে শ্রীলঙ্কার কলম্বো বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় চাল রফতানির এটি দ্বিতীয় চালান। এর আগে গত ২৮ ডিসেম্বর বিএসসির অপর জাহাজ এমভি বাংলার কাকলীযোগে সাড়ে ১২ হাজার টন চালের প্রথম চালানটি শ্রীলঙ্কায় যায়। খাদ্য বিভাগীয় সূত্রে জানানো হয়, ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উভয় দেশের সরকারী পর্যায়ে চাল আমদানির প্রস্তাব দেয়। এ প্রেক্ষিতে গেল বছরের ১১ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শ্রীলঙ্কায় সর্বোচ্চ এক লাখ টন সিদ্ধ চাল রফতানির ঘোষণা দেন। এরপর বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের অনাপত্তি পাওয়ার পর মন্ত্রিসভা কমিটি চাল রফতানির বিষয়টি অনুমোদন প্রদান করে। খাদ্য বিভাগীয় সূত্র জানায়, শ্রীলঙ্কা এর পরবর্তীতে আরও ২৫ হাজার মেট্রিক টন চাল নেবে। তবে বর্তমানে সে দেশে বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় এ চালান যেতে কিছুটা বিলম্ব হবে। এদিকে খাদ্য বিভাগীয় সূত্র জানায়, চলতি বছরে দেশে খাদ্যের মজুদ ইতোপূর্বেকার বছরের তুলনায় আড়াই লাখ টন বেশি রয়েছে। এ অবস্থায় গুদামে মজুদ পরিস্থিতি বিবেচনা করে চাল রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের চাল রফতানির চুক্তি স্বাক্ষরিত হয়।
×