ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাফার্জ সুরমাকে শোকজ

প্রকাশিত: ০৪:৪৩, ১১ জানুয়ারি ২০১৫

লাফার্জ সুরমাকে শোকজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ায় সিমেন্ট খাতের লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানিকে নোটিস দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, দর বাড়ার জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। সম্প্রতি ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। গত ৫ কার্যদিবস কোম্পানিটির শেয়ার দর কোন কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ে। তাই দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিস দেয় ডিএসই। গত এক মাসে এ কোম্পানির শেয়ার দর ১১২ টাকা ৭০ পয়সা থেকে ১৩৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। উৎপাদন বাড়াবে ফু-ওয়াং অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিক ডিজিটাল প্রিন্টিং মেশিনের মাধ্যমে বুধবার ৭ জানুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডিজিটাল মেশিনের মাধ্যমে বছরে ৫০ মিলিয়ন টাকা বা ৫ কোটি টাকা বাণিজ্যিক উৎপাদন বাড়াবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ফু-ওয়াং সিরামিক স্পেনের ইএফআই চিত্রাপ্রিন্ট এসএলইউ চিত্রা থেকে নতুন ডিজিটাল মেশিন আমদানি করে। এর আগে কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে ৩০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×