ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাইজিরিয়ায় বোকো হারামের নৃশংস হামলায় নিহত দুই হাজার

প্রকাশিত: ০৪:৩৯, ১১ জানুয়ারি ২০১৫

নাইজিরিয়ায় বোকো হারামের নৃশংস হামলায় নিহত দুই হাজার

নাইজিরিয়ায় বোকো হারামের হামলায় ২ হাজার মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ইসলামী চরমপন্থীদের হামলায় নিহত অসংখ্য মৃতদেহ জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ হত্যাকা-কে বোকো হারামের ইতিহাসে ‘সবচেয়ে নৃশংস হত্যাকা-’ বলেও অভিহিত করেছে। এক স্থানীয় প্রতিরোধ গ্রুপ বলেছে, নিহতের সংখ্যা এত বেশি যে, তারা গোনার চেষ্টা ছেড়ে দিয়েছেন। খবর গার্ডিয়ান শাদ সংলগ্ন সীমান্তবর্তী শহর বাগায় শুক্রবার থেকে লড়াই অব্যাহত রয়েছে। বিদ্রোহীরা এখানে ৩ জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করে নেয় এবং বুধবার আবারও হামলা চালায়। সরকারের এক মুখপাত্র বলেছেন, নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে। তারা গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে এবং জঙ্গীদের লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করেছে। বাগার প্রধান বাবা আব্বা হাসান বলেছেন নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। নারী এবং বয়স্ক লোকও রয়েছে। বিদ্রোহীরা বাগায় প্রবেশ করে বাসিন্দাদের ওপর রকেটচালিত গ্রেনেড হামলা এবং এ্যাসল্ট রাইফেল দিয়ে যখন গুলিবর্ষণ করেছিল তখন পালাতে পারেনি এ শিশু, নারী ও বৃদ্ধরা। বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরক্ষা গ্রুপ সশস্ত্র বেসামরিক সদস্যদের মুখপাত্র মুহম্মদ আব্বা গাবা বলেছেন, বাগায় বোকো হারাম সন্ত্রাসীদের সংঘটিত এ হত্যাযজ্ঞে ব্যাপক বেসামরিক যোদ্ধারা মৃতদেহ গণনার চেষ্টা ছেয়ে দিয়েছেন। মৃতদেহগুলোর কাছে কেউ যেতে পারছে না। এমনকি গুরুতর আহতদের কাছেও যেতে পারছে না। তারা হয়ত এরই মধ্যে মারা গিয়েছেন। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাগা শহর ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছে।
×