ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে বসতবাড়ি থেকে উৎখাত করে গাছ লুট, প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ০৪:৫০, ১০ জানুয়ারি ২০১৫

বরিশালে বসতবাড়ি থেকে উৎখাত করে গাছ লুট, প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পৈত্রিকসূত্রে পাওয়া সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাসরত ৮০ বছরের এক বৃদ্ধ ও তার পরিবারকে উৎখাত করেও ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ প্রভাবশালীরা। বর্তমানে ওই বৃদ্ধর পৈত্রিক সম্পত্তির কয়েক লাখ টাকার গাছ কেটে লুট করে নেয়ার সময় বাধা দেয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামের। শুক্রবার দুপুরে সরেজমিন জানা গেছে, ওই গ্রামের মৃত মতু বেপারীর ছেলে আব্দুল রশিদ বেপারী (৮০) দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সম্পত্তিতে বসবাস করে আসছেন। সম্প্রতি ভুয়া রেকর্ডের মাধ্যমে রশিদ বেপারীর পৈত্রিকসূত্রে পাওয়া ৭২ শতক সম্পত্তি জবরদখল করে নেয় প্রতিবেশী প্রভাবশালী আবু বেপারী ও বাদশা বেপারী গং। রশিদ বেপারী অভিযোগ করেন, প্রভাবশালীরা তার বসতঘর ভেঙ্গে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সম্পত্তি দখল করে নেয়। বর্তমানে তিনি পার্শ¦বর্তী করিমগঞ্জ বাজারের একটি পরিত্যক্ত দোকানঘরে বসবাস করছেন। এ নিয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। প্রভাবশালীদের কবল থেকে পৈত্রিক সম্পত্তি ফেরত পেতে অসহায় বৃদ্ধ রশিদ বেপারী স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করে আবু বেপারী ও বাদশা বেপারী সাংবাদিকদের বলেন, আমাদের রেকর্ডীয় সম্পত্তির গাছ কেটে আনার সময় রশিদ বেপারী অহেতুক বাধা প্রদান করেছে।
×