ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাষী নজরুল ইসলামের অবস্থা অপরিবর্তিত

প্রকাশিত: ০৪:৩৭, ১০ জানুয়ারি ২০১৫

চাষী নজরুল ইসলামের অবস্থা অপরিবর্তিত

স্টাফ রিপোর্টার ॥ একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি রাজধানীর ল্যাব এইড হসপিটালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। শুক্রবার বিকেলে তাঁর স্ত্রী জ্যোৎস্না কাজী জানান, চাষীর শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। তিনি বলেন, আইসিইউতে রয়েছেন চাষী নজরুল ইসলাম। এখনও কিছু বলা যাচ্ছে না। সবার কাছে আমরা দোয়া চাই। সবাই যেন তাঁদের প্রিয় চলচ্চিত্র নির্মাতার জন্য দোয়া করেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই ফুসফুস ক্যান্সারে ভুগছেন তিনি। বিদেশেও চিকিৎসা করানো হয়েছে। গত ৭ ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন চিকিৎসার পর কিছুটা উন্নতি হলে ১৭ ডিসেম্বর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। ৭ জানুয়ারি তার শারীরিক অবস্থা আবারও অবনতি হলে তাঁকে আইসিইউতে নিয়ে আসা হয়। এ দিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিউ-১ এ এখন অক্সিজেন দিয়ে রাখা হয়েছে চাষী নজরুল ইসলামকে। তবে বৃস্পতিবারের তুলনায় শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।
×