ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে আইএস প্রধানকে আমন্ত্রণ জানিয়ে ভিডিও, সরকারের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৪:৩৫, ১০ জানুয়ারি ২০১৫

পাকিস্তানে আইএস প্রধানকে আমন্ত্রণ জানিয়ে ভিডিও, সরকারের হুঁশিয়ারি

পাকিস্তানে জামিয়া হাফসা মাদ্রাসার ছাত্রদের এক ভিডিও বার্তায় ২০০৭-এ সামরিক অভিযানের প্রতিশোধ গ্রহণের জন্য ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদীর প্রতি আমন্ত্রণকে রাষ্ট্রের বিরুদ্ধে ‘যুদ্ধে লিপ্ত হওয়া’ বলে অভিহিত করা হয়েছে ইসলামাবাদ পুলিশের এক রিপোর্টে। খবর ডন অনলাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ইসলামাবাদ পুলিশের এক রিপোর্টে বলা হয়, শুহাদা ফাউন্ডেশন প্রকাশিত ভিডিও বার্তায় মাদ্রাসাছাত্ররা যে ভাষা প্রয়োগ করেছে, তা পাকিস্তান পেনাল কোডের (পিপিসি) ১২১/১২১-এ ৫০৫(১)বি/৫০৫(২) অনুচ্ছেদের পরিপন্থী। উল্লিখিত অনুচ্ছেদগুলোর আলোকে ভিডিও বার্তাটির বক্তব্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালানোর চেষ্টা এবং যুদ্ধে সহযোগিতা করার সঙ্গে সংশ্লিষ্ট। নিরাপত্তা সংস্থাগুলো এর মধ্যেই সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, সরকারের সঙ্গে জঙ্গী গ্রুপগুলোর সম্পৃক্ততার কারণে লাল মসজিদের ইমাম মওলানা আবদুল আজিজের উত্থান হয়েছে। তার এ উত্থানে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি এক নিরপত্তা হুমকি হয়ে দেখা দিয়েছে।
×