ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই ভাইকে ধরতে প্যারিসে তল্লাশী অভিযান

প্রকাশিত: ০৪:৩৪, ১০ জানুয়ারি ২০১৫

দুই ভাইকে ধরতে প্যারিসে তল্লাশী অভিযান

ফ্রান্সের রাজধানীতে সাপ্তাহিক পত্রিকা ‘শার্লি হেবদো’র কার্যালয়ে হামলায় সন্দেহভাজন দুই ভাইকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি শহরে এখন ব্যাপক অভিযান চালানো হচ্ছে। খবর এএফপির। পুলিশ যে এলাকায় অভিযান চালাচ্ছে সেখান থেকে বেশ কয়েকটি গুলি ছোড়ার শব্দ শোনা গেছে। বন্দুকধারীরা একটি গাড়ি ছিনতাই করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড কাজেনুভা প্যারিসের ৩৫ কিলোমিটার দূরে দামার্টিন-এন-গোয়েলে শহরে পুলিশী অভিযানের কথা নিশ্চিত করেছেন। ফরাসী গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছোট শহরের একটি গুদাম ঘরে কমপক্ষে একজনকে জিম্মি করে রাখা হয়েছে। পুলিশের একটি গাড়িবহর ঘটনাস্থলের দিকে গেছে।শার্লি হেবদো পত্রিকার সদর দফতরে বুধবার কালাশনিকভ রাইফেল ও রকেট লঞ্চার নিয়ে তিন ব্যক্তি হামলা চালায়। এতে পত্রিকাটির অন্যতম প্রধান সম্পাদক স্তেফান শার্বনেয়ার, তিন ব্যঙ্গচিত্রশিল্পী উয়োলিন্সিক, তিনু ও কাবু এবং পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়। এ ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর নতুন এ খবর পাওয়া গেল।পত্রিকার কার্যালয়ে হামলার পর ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা গাড়িতে করে প্যারিস থেকে পালিয়ে যায়।
×