ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিডিবিএলের বিরুদ্ধে অতিরিক্ত মাসুল নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৪:০৪, ১০ জানুয়ারি ২০১৫

সিডিবিএলের বিরুদ্ধে অতিরিক্ত মাসুল  নেয়ার অভিযোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইলেক্ট্রনিক শেয়ারের লেনদেন নিষ্পত্তি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত সেবা মাশুল নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্বের অন্যান্য দেশে ডিপোজিটরি প্রতিষ্ঠানগুলো তাদের সেবা মাশুল নির্ধারণ করে লেনদেন বা সিকিউরিটিজ সংখ্যার ভিত্তিতে। কিন্তু সিডিবিএল শেয়ারের বাজারমূল্যের ওপর সেবা মাশুল নিচ্ছে। অথচ তাদের সক্ষমতা ও সব কার্যক্রমও পরিচালিত হয় শেয়ার সংখ্যার ভিত্তিতে। শেয়ারের বাজারদরের সঙ্গে সিডিবিএলের কোনো সংশ্লিষ্টতা না থাকায় মূল্যের ভিত্তিতে মাশুল নির্ধারণ যৌক্তিক মনে করছে না স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠানগুলো। ফলে শেয়ার লেনদেনে অপেক্ষাকৃত বেশি খরচ হচ্ছে তাদের। জানা যায়, ডিপোজিটরি হিসাবে শেয়ারের বণ্টন, লেনদেন নিষ্পত্তি ও স্থানান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিকিউরিটিজের বাজার মূল্যের ওপর ফি নিচ্ছে সিডিবিএল। এমনকি শেয়ার ডিমেট, রিমেট, করপোরেট অ্যাকশন ও নতুন আইপিওর (প্রাথমিক গণপ্রস্তাব) ফি নেয়ার ক্ষেত্রেও বাজারমূল্যই হিসাব করছে প্রতিষ্ঠানটি। যদিও যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে একই ধরনের সেবার ক্ষেত্রে শেয়ার অথবা লেনদেন সংখ্যার ভিত্তিতে মাশুল নেয়া হয়। একই সেবায় শেয়ার সংখ্যার পরিবর্তে বাজারমূল্যে মাশুল আদায় করায় সিডিবিএলে তুলনামূলক বেশি ফি দিতে হচ্ছে ব্রোকারেজ হাউজ ও তালিকাভুক্ত কোম্পানিগুলোকে।
×