ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেলপথ নির্বিঘ্ন রাখতে ৪ হাজার আনসার-ভিডিপি মোতায়েন হচ্ছে

প্রকাশিত: ০৬:০১, ৯ জানুয়ারি ২০১৫

রেলপথ নির্বিঘ্ন রাখতে ৪ হাজার আনসার-ভিডিপি মোতায়েন হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ দেশে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশের রেললাইনের নিরাপত্তা দিতে দেশের ৪০ জেলার ঝুঁকিপূর্ণ পয়েন্টে প্রায় চার হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রেললাইন উপড়ে ফেলা বা রেল চলাচলে নাশকতা প্রতিরোধে আনসার ও ভিডিপি অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশনা দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে বুধবার (৭ জানুয়ারি ২০১৫) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, এর আগে ২০১৩ সালের শেষ দিকে রেললাইনের নিরাপত্তায় সাড়ে চার হাজার আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ করা হয়েছিল। সেই বিবেচনায় এবারও ৪ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েনের ব্যবস্থা নেয়া হচ্ছে।
×