ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘণ্টায় হাজার মাইল

প্রকাশিত: ০৩:৫৯, ৯ জানুয়ারি ২০১৫

ঘণ্টায় হাজার মাইল

ঘণ্টায় এক হাজার মাইল পাড়ি দিতে পারবে এমন সুপারসনিক গাড়ি তৈরি করেছে যুক্তরাজ্যভিত্তিক নির্মাতা দল। বুলেটের চেয়েও দ্রুতগামী গাড়িটির নাম ব্লাডহাউন্ড সুপারসনিক কার। এ গাড়িটির মাধ্যমে বিশ্বে স্থলপথে সর্বোচ্চ গতির রেকর্ড গড়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। টাইটানিয়াম ও কার্বন ফাইবারে তৈরি ব্লাডহাউন্ড এসএসসি ছয় বছর ধরে তৈরি করা হয়েছে। ৪২ ফুট লম্ব^া এ গাড়িটিকে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার হাস্কিন প্যানে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। -সিএনএন আস্তে ঘুরছে পৃথিবী পৃথিবী এই বছর আস্তে ঘুরবে। এ কারণে ২০১৫ সাল হতে চলেছে এক সেকেন্ড বড়। মিররে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্যারিসের ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন সার্ভিসের বিজ্ঞানীরা মনে করছেন এই লিপ সেকেন্ড যোগ হবে ৩০ জুন। বিজ্ঞানীদের মতে পৃথিবীর আহ্নিক গতি প্রতিদিন সেকেন্ডের ২ হাজার ভাগ কমে যাচ্ছে। ইউএস নেভাল অবজারভেটরির বিজ্ঞানী নিক স্টামাটাকোস জানাচ্ছেন, এই বাড়তি সেকেন্ড এ্যাটমিক ঘড়ির সঙ্গে যোগ হওয়ায় ৩০ জুন ৮৬,৪০০ সেকেন্ডের বদলে হবে ৮৬,৪০১ সেকেন্ড। -জি নিউজ
×