ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্যারিসের শান্ত রাস্তায় ঠাণ্ডা মাথায় সন্ত্রাসের বীজ বুনেছে বন্দুকধারীরা

প্রকাশিত: ০৩:৫৮, ৯ জানুয়ারি ২০১৫

প্যারিসের শান্ত রাস্তায় ঠাণ্ডা মাথায় সন্ত্রাসের বীজ বুনেছে বন্দুকধারীরা

প্যারিসের শান্ত রাস্তায় বুধবার ঠাণ্ডা মাথায় সন্ত্রাসের সূচনা করেছে নিষ্ঠুর বন্দুকধারীরা। ফরাসী ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদোর প্রধান দফতরে দিনের স্পষ্ট আলোয় বন্দুকধারীদের হামলা যেন ছিল চলচ্চিত্রের দৃশ্যাবলী গুলির আওয়াজ, টায়ার বিস্ফোরণের কানফাটা শব্দ, পুলিশের সাইরেন ও রক্তের স্রোত বয়ে যাচ্ছিল তখন। বলেছেন, প্রত্যক্ষদর্শী এ্যানিক শেভালিয়ার (৫০)। তিনি তখন পত্রিকাটির প্রধান দফতরের কাছে তার অফিসে বযস্ক লোকদের সহায়তা বিষয়ক কাজ করছিলেন। তিনি বলেন, প্রথম যখন তিনি শব্দ শুনতে পান মনে করেছেন কোন উৎসবে আতশবাজি পোড়ানো হচ্ছে। তিনি বলেন, টায়ার ফাটার শব্দে আমার মনে হয়েছে তা এক চলচ্চিত্রের সেট। কিন্তু না, তা চলচ্চিত্র ছিল না মোটেই। দুঃখজনক যে, তা ছিল বাস্তব। এর কয়েক মিনিট আগে মুখোশ পরা বন্দুকধারীরা বিতর্কিত শার্লি হেবদোর অফিসে অতর্কিত ঢুকে পড়ে। এ সময় পত্রিকাটির সর্বশেষ সংস্করণ প্রকাশের পর পরই এক সম্পাদকীয় বৈঠক করছিলেন সাংবাদিকরা। সন্ত্রাসীরা সেখানে ঢুকেই গুলি ছোড়া শুরু করে। বাস্তিল স্মৃতিসৌধের কাছে শার্লি হেবদোর বাইরে রাস্তায় এক নার্সারি স্কুলের শিক্ষক জীন পল (৫৬) একদল শিশুকে নিয়ে ফিরছিলেন সিনেমা থেকে। অকস্মাত তিনি গোলমেলে শব্দ শুনতে পান ওপরের দিক থেকে। তিনি দেখেন কয়েকজন লোক জানালার বাইরে ঠেস দিয়ে আছে এবং চিৎকার করে তাকে বলছে, সেখান থেকে শিশুদের নিয়ে দৌড়ে পালাতে। তিনি বলেন, আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসি। মানুষকে দেখেছি আতঙ্কগ্রস্ত। গুলির শব্দ পেয়েছি আমি। -এএফপি
×