ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম থেকে একজন গ্রেফতার

ফকিরাপুলে হত্যাকাণ্ড

প্রকাশিত: ০৭:১৮, ৭ জানুয়ারি ২০১৫

ফকিরাপুলে হত্যাকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ফকিরাপুলের আবাসিক হোটেলে ঢুকে গুলি চালিয়ে আব্দুল হামিদ (৪৮) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মাইনুদ্দিন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে মূল পরিকল্পনাকারী সন্দেহে তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব সদর দফতরের সহকারী পরিচালক মাকসুদুল আলম। উল্লেখ্য, ১ জানুয়ারি রাজধানীর ফকিরাপুলের ‘মতিঝিল হোটেল’ এর ২০৩ নম্বর কক্ষে ঢুকে ব্যবসায়ী আব্দুল হামিদকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের ভাতিজা জিয়া বাবর মতিঝিল থানায় একটি হত্যা মামলা করেন। নিহত ব্যবসায়ী আব্দুল হামিদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। সন্ত্রাসী গ্রেফতার ॥ সোমবার গভীর রাতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সুজন (২৪) নামে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে আটক করছে র্যাব। এ সময় তার কাছ থেকে গুলিভর্তি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। র্যাব-১০ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান জানান, সুজন কোতোয়ালি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।
×