ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়েলিংটন টেস্টের নিয়ন্ত্রণে কিউইরা

প্রকাশিত: ০৫:২৩, ৭ জানুয়ারি ২০১৫

ওয়েলিংটন টেস্টের নিয়ন্ত্রণে কিউইরা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অসাধারণ এক টেস্টই চলছে। নিউজিল্যান্ডের ২২১ রানের জাবাবে প্রথম ইনিংসে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে প্রথমদিনেই অতিথি লঙ্কানদের ব্যাকফুটে চলে যাওয়া, কুমার সাঙ্গাকারার অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে ফের এগিয়ে যাওয়া, দেড় শ’ রানে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে হারানোর পরও ৫২৪/৫-এ কিউইদের দ্বিতীয় ইনিংস ঘোষণা, চতুর্থ দিনে কোন উইকেট না পড়া, সিরিজের দ্বিতীয় টেস্টে যা ঘটছে সবকিছুই ‘চরম বিস্ময়জাগানিয়া!’ যেখানে পঞ্চম দিনে আজ পাল্লা ভারি স্বাগতিক নিউজিল্যান্ডেরই। ৩৯০ রানের জয়ের লক্ষ্যে নেমে ৪৫ রানে ১ উইকেট হারিয়েছে সিরিজে ১-০তে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা, সব মিলিয়ে লঙ্কানরা সত্যিই কোণঠাসা। ৭০ রানের মধ্যেই উইলিয়ামসনের দু-দুটি সহজ ক্যাচ ছাড়ে শ্রীলঙ্কা। ২৪২ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে সফরকারী ফিল্ডারদের বদান্যতার প্রতিদান ভালই দিলেন কিউই তারকা। কেবল তাই নয়, বিজে ওয়াটলিংকে নিয়ে গড়লেন ষষ্ঠ উইকেট জুটির নতুন বিশ্ব রেকর্ডও! সংগ্রহ করলেন অবিচ্ছিন্ন ৩৬৫ রান। যেখানে উইলিয়ামসন অপরাজিত ২৪২ ও ওয়াটলিং ১৪২! নিউজিল্যান্ড তো বটেই এ জুটির সংগ্রহ টেস্ট ইতিহাসেরই ষষ্ঠ উইকেটের নতুন রেকর্ড। আগের রেকটির্ডও ছিল নিউজিল্যান্ডের, এবং মজার বিষয় সেখানে রয়েছে ওয়াটলিংয়ের নাম! গত বছর ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের সঙ্গে ৩৫২। ৪৩৮ বল মোকাবিলা করে ১৮ চারের সাহায্যে ২৪২ রান করেন উইলিয়ামসন। ৪০তম টেস্টে এটি তার দশম সেঞ্চুরি ও ক্যারিয়ারসেরা ইনিংস। আগেরটি ছিল ১৯২ রানের, গত নবেম্বরে শারজায় পাকিস্তানের বিপক্ষে। এদিন ৩৩৩ বলে ৯ চার ও ১ ছক্কায় তুলে নেয়া ওয়াটলিংয়ের চতুর্থ টেস্ট সেঞ্চুরিটিও ছিল দারুণ চিত্তাকর্ষক। যার মধ্য দিয়ে নব ইতিহাস রচনা করেছেন দুই তরুণ কিউই ব্যাটসমান। ওয়েলিংটন ভেন্যুতে এ নিয়ে নিজের শেষ সাত ইনিংসেই ৪০ উর্ধে রানের ইনিংস খেললেন উইলিয়ামসন। অন্যদিকে ২৮ টেস্টের ছোট ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বারের মতো ১৫০ উর্ধ জুটিতে অবদান রাখলেন ওয়াটলিং, যেখানে নিউজিল্যান্ডের ইতিহাসে ২০০ উর্ধ জুটির সংখ্যাই মাত্র ৬টি! জয়ের জন্য ৩৯০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে নেমে কাল শেষ বিকেলে শ্রীলঙ্কা ১৭ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। আর এতে দলীয় ৪৫ রানেই সাজঘরে ফিরেছেন ওপেনার দিমুথ করুনারতেœ (১৭)। কুশল সিলভা অপরাজিত ২০ রানে। নাইটওয়াচম্যান হিসেবে নামা সঙ্গী ধাম্মিকা প্রসাদ আছেন ১ রানে। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২২১/১০ (৫৫.১ ওভার; উইলিয়ামসন ৬৯, রস টেইলর ৩৫, রাদারফোর্ড ৩৭, বোল্ট ১৬*, ব্রেসওয়েল ১৬, নিশাম ১৫, প্রদীপ ৪/৬৩, লাকমল ৩/৭১, প্রসাদ ২/৫০, ম্যাথুস ১/২৯) ও দ্বিতীয় ইনিংস ৫২৪/৫ ডিক্লে. (১৭২ ওভার; উইলিয়ামসন ২৪২*, ওয়াটলিং ১৪২*, রাদারফোর্ড ৪০, লাথাম ৩৫, ম্যাককুলাম ২২; প্রদীপ ৩/১১৭, প্রসাদ ১/১০২) শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৩৫৬/১০ (১০২.১ ওভার; সাঙ্গাকারা ২০৩, চান্দিমাল ৬৭, করুনারতেœ ১৬; ব্রেসওয়েল ৩/৯৩, নিশাম ৩/৪২, বোল্ট ২/৭৫) ও শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস ৪৫/১ (১৭ ওভার; সিলভা ২০*, করুনারতেœ ১৭; ক্রেইগ ১/০) ** চতুর্থ দিন শেষে।
×