ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুনন্দা হত্যাকাণ্ডের শিকার ॥ পুলিশ

প্রকাশিত: ০৪:২৪, ৭ জানুয়ারি ২০১৫

সুনন্দা হত্যাকাণ্ডের শিকার ॥ পুলিশ

ভারতের সাবেক প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্কর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে সিদ্ধান্তে পৌছেছে পুলিশ। নয়াদিল্লীর একটি অভিজাত হোটেল থেকে সুনন্দার লাশ উদ্ধারের প্রায় এক বছর পর তাঁকে হত্যার অভিযোগ এনে মামলা করেছে দিল্লী পুলিশ। পুলিশ বলছে, সুনন্দাকে বিষপ্রয়োগ করা হয়েছে এবং হয় তাকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে, নয়ত ইনজেকশনের মাধ্যমে তা মুখে ঢুকিয়ে দেয়া হয়েছে। দিল্লীর পুলিশ প্রধান বি এস বাসি গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) থেকে চূড়ান্ত চিকিৎসা প্রতিবেদন পেয়েছি। বলা হয়েছে, এ মৃত্যু অস্বাভাবিক...স্বাভাবিক মৃত্যু নয়।’ ২৯ ডিসেম্বর এ প্রতিবেদন পাওয়ার কথা জানান তিনি। সুনন্দার দেহে বিষের মাত্রা এখনও নির্ধারণ করা যায়নি জানিয়ে বাসি বলেন, ‘এ কারণে আমরা তাঁর দেহের নমুনা বিদেশে পাঠাব।’ -টাইমস অব ইন্ডিয়া ৪০ হাজার এশীয় শিল্পকর্ম অনলাইনে এশিয়ার প্রাচীন ৪০ হাজার শিল্পকর্ম অনলাইনে উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান। ফ্রিয়ার এ্যান্ড স্যাকলার গ্যালারিস নামে একটি প্রতিষ্ঠান এসব চারুকার্যময় শিল্পকর্ম প্রকাশ করেছে। ড়ঢ়বহ.ধংরধ.ংর.বফঁ নামে এ ওয়েবসাইটে যে কোন স্থান থেকে শিল্পকর্মগুলো দেখতে ও সংগ্রহ করতে পারবেন। ফ্রিয়ার এ্যান্ড স্যাকলার গ্যালারিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। উন্মোচন করা এসব শিল্পকর্মের অধিকাংশই এর আগে জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এগুলোর নব্বই শতাংশের অবাণিজ্যিক ব্যবহারে কোন স্বত্বাধিকার নিষেধাজ্ঞা নেই। এ প্রদর্শনশালায় স্থান পাওয়া শিল্পকর্মের একটি বড় অংশের কাজের সঙ্গে জড়িত আমেরিকান চিত্রশিল্পী জেমস হুয়িসলার। সূত্র : এএফপি
×