ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রমিক আন্দোলন

আশুলিয়ায় এক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৬:৫০, ৬ জানুয়ারি ২০১৫

আশুলিয়ায় এক পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ জানুয়ারি ॥ শ্রমিক আন্দোলনের মুখে অবশেষে আশুলিয়ায় একটি পোশাক কারখানার নিটিং সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার সকালে জিরাবো এলাকার ফ্লোরিয়াল ইন্টারন্যাশনাল গ্রুপের এ্যাজাক্স সোয়েটার কারখানার নিটিং সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস কারখানার মূল ফটকে টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ। জানা গেছে, শনিবার সকালে এ্যাজাক্স সোয়েটার কারখানার নিটিং সেকশনের শ্রমিকরা কারখানায় প্রবেশ করে পিসরেট বৃদ্ধিসহ মালিকপক্ষের কাছে লিখিতভাবে কয়েকটি দাবি জানায়। কিন্তু মালিকপক্ষ তাদের দাবি নাকচ করে দিয়ে আগের নিয়মে কাজ করতে বলে। পরে শ্রমিকরা দাবি আদায়ে কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। সংঘর্ষের আশঙ্কায় ওইদিন একদিনের জন্য কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। রবিবার সকালে নিটিং সেকশনের শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস দেখে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ তাদের কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা বাসায় ফিরে যায়।
×