ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সালমানের বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৮, ৬ জানুয়ারি ২০১৫

সালমানের বিরুদ্ধে বিক্ষোভ

সংস্কৃতি ডেস্ক ॥ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দ রাজাপাকসেকে সমর্থন দেয়ায় মুম্বাইয়ে বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করতে দেখা গেছে তামিলদের। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন ‘দাবাং’ খ্যাত সালমান খান। নির্বাচনে প্রার্থী বর্তমান রাষ্ট্রপতি রাজাপাকশের পক্ষে প্রচারে অংশগ্রহণ করেছেন তিনি। এই সফরে সালমানের সঙ্গী হয়েছেন শ্রীলঙ্কান সুন্দরী এবং ‘কিক’খ্যাত সহশিল্পী জ্যাকুলিন ফার্নান্দেজ। বিক্ষোভরত তামিলদের হাতে দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল এলামের প্রয়াত নেতা প্রভাকরণের ছবি। যিনি ২০০৯ সালে শ্রীলঙ্কার সামরিক বাহিনীর অভিযানে মারা পড়েন। এছাড়া এলটিটিইর পতাকাও দেখা গেছে বিক্ষোভকারীদের হাতে। দায়িত্বরত এক পুলিশ অফিসার জানান, সালমানের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ডিসেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কা যান সালমান এবং জ্যাকুলিন। সেখানে রাজাপাকশের সঙ্গে দেখা করেন তারা। আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করেই ছিল এই সফর।
×