ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ খেলার প্রত্যাশা শোয়েব মালিকের

প্রকাশিত: ০৬:০২, ৬ জানুয়ারি ২০১৫

বিশ্বকাপ খেলার প্রত্যাশা শোয়েব মালিকের

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে দলের হয়ে খেলতে পারছেন না। সর্বশেষ গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান দলে ছিলেন। কিন্তু তিনটি ম্যাচ খেলে আহামরি কিছুই করে দেখাতে না পারায় আবার ছিটকে যান। তারপর থেকে জাতীয় দলের বাইরে পাকিস্তানের সাবেক অধিনায়ক অলরাউন্ডার শোয়েব মালিক। তবে আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে আছেন তিনি। মালিক আশা করছেন বিশ্বকাপের চূড়ান্ত দলেও ঠাঁই পাওয়ার। কারণ তিনি মনে করেন ক্রিকেটার হিসেবে তাঁর যে দায়িত্ব সে কারণে দলের প্রয়োজন পড়বে তাঁকে। তবে দীর্ঘদিন দলে না থাকায় নির্বাচক প্যানেলের প্রতি অসন্তোষ জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত ২১৬ ওয়ানডে থেলেছেন ৩২ বছর বয়সী মালিক। একেবারে শেষ সময়ে ১৫ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির বেঁধে দেয়া সময় অনুসারে আগামী ৭ জানুয়ারির মধ্যেই বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী সব দেশকে। সে জন্য শেষবারের মতো প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পরখ করতে পাঁচটি দল নিয়ে শুরু হয়েছে একটি টুর্নামেন্ট। করাচীতে বুধবার শুরু হওয়া এ ঘরোয়া আসরের নৈপুণ্য ও সম্প্রতি দলে থাকাদের বিবেচনা করে দল ঘোষণা করবে পিসিবি। মালিক এ আসরটিকে নিজের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন। তিনি মনেপ্রাণেই চাইছেন আসন্ন বিশ্বকাপ খেলতে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ একটি বৃহৎ টুর্নামেন্ট এবং প্রতিটি খেলোয়াড়ই এখানে খেলতে চায়। অনেকেই বলছেন আমি খেলতে চাই না। দল থেকে দীর্ঘদিন বাইরে থাকাতে আমি অনেক হতাশ কিন্তু আমি সবসময়ই পাকিস্তানের হয়ে খেলতে চাই।’ মালিক মনে করেন দলে খেলার সব যোগ্যতাই রয়েছে তাঁর মধ্যে। এরপরও দলের বাইরে রাখা হয়েছে তাঁকে। আর সে জন্য নির্বাচকম-লীর দল গঠন পদ্ধতির প্রতি অসন্তোষ জানিয়েছেন তিনি। মালিক বলেন, ‘আমার এ পদ্ধতিটি নিয়ে সমস্যা আছে, অন্য ক্রিকেটারদের মতোই আমিও এ বিষয়টি পরিষ্কার দেখতে ইচ্ছুক। আমরা জানতে চাই আমাদের কাছ থেকে কি প্রত্যাশা আছে তাঁদের। আর দলের হয়ে কত ম্যাচ খেলার সুযোগ পাব সেটাও জানা থাকা জরুরী। কারণ এটাই একজন ক্রিকেটারের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।’ এবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বিশ্বকাপ সে জন্য মালিক মনে করেন এ দুটি দেশে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের বিশেষ গুরুত্ব দেয়া উচিত দল গঠনের ক্ষেত্রে। আর নিজেকে সেদিক থেকে অনেকের চেয়ে অভিজ্ঞ বলে দাবি করেছেন মালিক। বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়া যাচ্ছেন মালিক। সেখানে বিগব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন তিনি। এ বিষয়ে মালিক বলেন, ‘আমি ভাল করেই জানি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পরিবেশে ভাল খেলার জন্য কি করতে হবে। আমি ভিসা পেলেই চলে যাব, কিন্তু পাকিস্তান দলে খেলার বিষয়ে সবুজ সঙ্কেত পেলে বিশ্বের যে কোন লীগ ছাড়তে রাজি আছি আমি।’ আসন্ন বিশ্বকাপে মালিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারতকে ফেবারিট মনে করছেন।
×