ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুশফিকের এক সপ্তাহের অপেক্ষা!

প্রকাশিত: ০৫:৪৯, ৪ জানুয়ারি ২০১৫

মুশফিকের এক সপ্তাহের অপেক্ষা!

স্পোর্টস রিপোর্টার ॥ দু’দিন আগে অনুশীলনের সময় কাঁধে চোট পেয়েছিলেন মুশফিকুর রহীম। তবে তখনই জানানো হয়েছিল তাঁর ইনজুরিটা মারাত্মক কিছু নয়। শনিবার এমআরআই স্ক্যান রিপোর্ট দেখার পর দুশ্চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরী। এক সপ্তাহ পরেই অনুশীলনে ফিরতে পারবেন তিনি এমনটাই জানিয়েছেন তিনি। তবে পুরনো জায়গায় নতুন করে চোট পাওয়ার কারণেই এখন মুশফিককে নিয়ে সতর্ক বিসিবি। তাই যতদিন সম্ভব বেশি বিশ্রাম দেয়া হবে তাঁকে। কারণ আজই বিশ্বকাপের দল ঘোষণা করা হবে এবং দলের অপরিহার্য উইকেটরক্ষক ও মিডলঅর্ডারের ব্যাটিং স্তম্ভ মুশফিক। তাই প্রয়োজনে দুই সপ্তাহ পর্যন্ত মুশফিককে বিশ্রামেই রাখা হতে পারে। গত বৃহস্পতিবার প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে অনুশীলন করার সময় ফুটবল খেলছিলেন মুশফিক। এ সময় পড়ে গিয়ে কাঁধে ব্যথা পান। সে সময়ই শঙ্কা তৈরি হয়েছিল না জানি ইনজুরিটা কতটা মারাত্মক! তবে দেবাশিষ নিশ্চিত করেছিলেন তেমন বড় কোন আঘাত নয়। কিন্তু কাঁধের জোরায় সমস্যাটা পুরনো হওয়াতেই শনিবার পর্যন্ত নিশ্চিত হতে অপেক্ষা করা হয়েছে এমআরআই স্ক্যান রিপোর্ট পাওয়া পর্যন্ত। অবশেষে রিপোর্ট পাওয়ার পর দেবাশিষ বলেছেন, ‘মুশফিকের চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। গত বছর মুশফিক কাঁধের যে জায়গায় চোট পেয়েছিলেন, এবারও একই জায়গায় চোট পেয়েছেন। কিন্তু তা গুরুতর কিছু নয়। তবে আগামী এক সপ্তাহ খেলার বাইরে থাকতে হবে তাঁকে।’ হঠাৎ এ আঘাত মুশফিককে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লীগে শেষ দুটি ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এখনও মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে। তবে খুব দ্রুতই ফিরবেন আবার। এ বিষয়ে দেবাশিষ বলেন, ‘এক থেকে দুই সপ্তাহের মধ্যে মুশফিক ফের ব্যাটিং অনুশীলনে ফিরতে পারবেন।’ লাভেজ্জি-কাভানির শাস্তি! স্পোর্টস রিপোর্টার ॥ শীতকালীন ছুটির পর সঠিক সময়ে অনুশীলন ক্যাম্পে যোগ দেননি প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজির) দুই লাতিন আমেরিকান ফুটবলার ইজাকুলে লাভেজ্জি এবং এডিসন কাভানি। আর তাই শাস্তির কবলে পড়তে পারেন তারা। গত মঙ্গলবার ইতালিয়ান জায়ান্ট ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি। কিন্তু সেই ম্যাচে তারা অনুপস্থিত ছিলেন। আর মরোক্কোর সেই শীতকালীন অনুশীলন ক্যাম্পে লাভেজ্জি-কাভানি যোগ না দেয়ায় দারুণ ক্রুদ্ধ কোচ লরেন্ট ব্লাঙ্ক। তবে কি শাস্তি হতে পারে সে ব্যাপারে এখনই কিছু বলতে চাইছেন না তিনি। এ বিষয়ে তার অভিমত হলো, ‘আমি এখনই কিছু বলতে চাচ্ছি না। আগে তারা এসে পৌঁছাবে। তারপর ক্লাব কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’ প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে ইতালিয়ান ক্লাব এসএ রোমায় যাওয়ার ব্যাপারটি পুরোপুরি নাকচ করে দিলেন দলের সেরা তারকা জ¬াতান ইব্রাহিমোভিচ। তিনি জানান, ইতালিতে যাওয়ার ব্যাপারটি সত্য না। শুধুই গুঞ্জন। এ ব্যাপারে তার অভিমত হলো, ‘প্রকৃতপক্ষে এ বিষয়ে আলোচনার কিছু নেই। আমি জানি অনেকেই আমার ইতালিতে ফিরে যাওয়ার ব্যাপারে আলোচনা করছে। তবে এটি সত্য যে আমি সেখানে যাচ্ছি না।’
×