ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফেনসিডিল মদ উদ্ধার, ইউপি সদস্যসহ গ্রেফতার দুই

প্রকাশিত: ০৫:৩০, ৩ জানুয়ারি ২০১৫

ফেনসিডিল মদ উদ্ধার, ইউপি সদস্যসহ  গ্রেফতার দুই

জনকণ্ঠ ডেস্ক ॥ মুন্সীগঞ্জে ইয়াবা উদ্ধার ও ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নওগাঁ ও দামুড়হুদা সীমান্ত থেকে ফেনসিডিল ও মদ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো- মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার মোড় থেকে বৃহস্পতিবার রাতে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও এক ইউপি সদস্যসহ দুই মাদক বিক্রেতাকে গেফতার করেছে পুলিশ। গেফতারকৃত মনির হোসেন মেম্বার (৪৫) উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদের ১নং ধীপুর ওয়ার্ডের মেম্বার। নওগাঁ ॥ বৃহস্পতিবার রাতে নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে ৫৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। উপজেলার চককালু সীমান্ত এলাকা থেকে এসব ফেনসিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা। দামুড়হুদা ॥ উপজেলার দর্শনা চেকপোস্ট ও সুলতানপুর সীমান্ত থেকে ৩১০ বোতল ফেনসিডিল এবং ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
×