ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কপিরাইট নিবন্ধন পেল ‘রাত্রির যাত্রী’

প্রকাশিত: ০৪:৫০, ৩ জানুয়ারি ২০১৫

কপিরাইট নিবন্ধন পেল ‘রাত্রির যাত্রী’

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্রের পাণ্ডুলিপি সাধারণত কপিরাইট বোর্ডে নিবন্ধন করা হয় না। কারণ মৌলিক সৃজনশীল কাজের ধার ধারে না ঢাকার চলচ্চিত্র শিল্প। এ কারণে কেউ কপিরাইট বোর্ডে যাওয়ার প্রয়োজন মনে করেন না। প্রত্যেক নির্মাতাই পরিচালক সমিতিতে তাঁদের চলচ্চিত্রের নাম নথিভুক্ত করেন। বলা যায়, নাম নথিভুক্ত করার ক্ষেত্রে পরিচালক সমিতি অনেকটা কপিরাইট বোর্ডের সমান্তরাল হয়ে উঠেছে। কিন্তু বিষয়টা একেবারেই বৈধ নয়। এজন্য পরিচালকদের মধ্যে অনেক সময়ই নাম বিবাদ হয়। কিন্তু পরিচালক হাবিবুল ইসলাম হাবিব তাঁর ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটির নাম পরিচালক সমিতির নথিভুক্ত করলেও তিনি কপিরাইট বোর্ডের নিবন্ধনও নিয়েছেন। তাঁর কাজটি যেহেতু মৌলিক এবং সৃজনশীল সেহেতু তিনি এটিকে সার্বিকভাবে নিরাপদ করতে চেয়েছেন। এই চলচ্চিত্রের কোন দৃশ্য বা সংলাপ এখন আর কারও পক্ষে নকল করা সম্ভব হবে না। কেউ করলে তা আইনত দ-নীয় অপরাধ হবে। একইসঙ্গে এই চলচ্চিত্রটির সার্বিক স্বত্বাধিকারও পরিচালক নিজে। প্রসঙ্গত, রাত্রির যাত্রী চলচ্চিত্রটি নিয়ে ইতিমধ্যেই মিডিয়া জগতে আলোচনা ঝড় উঠেছে। কারণ এর শিল্পী-কুশলী নির্বাচন, নির্মাণশৈলীর ভিন্নতা এবং সার্বিক আয়োজন নিয়েও আলোচনা হচ্ছে। বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে এর শূটিং চলছে। এতে অভিনয় করছেন-মৌসুমী, আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান, মারজুক রাসেল, সোনিয়া হোসেন, সাদিয়া আফরিন, বিশেষ একটি আইটেম গানে আছেন নায়লা নাঈম।
×