ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাখি শিকার

প্রকাশিত: ০৫:৩৩, ২ জানুয়ারি ২০১৫

পাখি শিকার

গ্রামীণ জীবনে পাখি শিকার খুবই পরিচিত দৃশ্য। শৈশবে অনেকেরই মাঠ-ঘাট ও বন-জঙ্গল ঘুরে পাখি শিকার করে সময় কেটেছে। তবে পাখি শিকার করা অবৈধ ও আইনত দ-নীয়। কিন্তু, অনেকেই এসব তোয়াক্কা না করে অবাধে পাখি শিকার করছে। অথচ এসব দেখার বা নিয়ন্ত্রণের জন্য যেন কেউ নেই। গাছের ডাল দিয়ে তৈরি করা হয় গুলতি। এ গুলতির সাহায্যে ইট বা মার্বেল দিয়ে শিকার করা যায় পাখি। এক ধরনের শখেরবশে কিশোর বয়সে এভাবে পাখি হত্যা করা হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। রাজধানীর একটি চিড়িয়াখানা থেকে দুই শিশুর পাখি শিকারের এ দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×