ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এয়ার এশিয়ার ‘অবিশ্বাস্য’ ক্ষিপ্রগতি

প্রকাশিত: ০৫:১৯, ২ জানুয়ারি ২০১৫

এয়ার এশিয়ার ‘অবিশ্বাস্য’ ক্ষিপ্রগতি

এয়ার এশিয়ার বিমান কিউজেড-৮৫০১ বিধ্বস্ত হওয়ার আগে ‘অবিশ্বাস্য’ ক্ষিপ্র ও খাড়া গতিতে উড়ছিল। এর গতি এতই ক্ষিপ্র ছিল যে তা ইউরোপের বিমান নির্মাণ ও বিপণন কোম্পানির বিমান এয়ারবাস এ-৩২০-এর চেয়েও বেশি। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে নিয়োজিত তদন্ত দলের রাডারের তথ্য বিশ্লেষণে এমন চিত্রই উঠে এসেছে। গত রবিবারের জাকার্তার এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের পর্দায় বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এই তথ্য বিমান থেকে প্রেরিত হয়েছিল বলে সূত্র নিশ্চিত করেছে। অবশ্য, যে বিশ্লেষণ ও অনুমানের ভিত্তিতে তদন্তকারী দল এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে, তা এখনও ‘অসম্পূর্ণ’ বলেও সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে। এমন তথ্য উঠে আসার পর খারাপ আবহাওয়ার সঙ্গে সঙ্গে বৈমানিকের কোন গাফিলতি বা ভুলের দিকে আঙুল তোলার দিকটি সামনে আসলো। অবশ্য, ইন্দোনেশিয়ান সেই বৈমানিককে অভিজ্ঞ ও পেশাদার পাইলটই বলছে তার সতীর্থ ও বন্ধুরা। সূত্র: হিন্দুস্তান টাইমস
×