ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেট চেম্বারের নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ০৪:৩২, ২ জানুয়ারি ২০১৫

সিলেট চেম্বারের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের ভোটে পরিচালক পদে ১২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- সালাহ্ উদ্দিন আলী আহমদ, খন্দকার সিপার আহমদ, আবু তাহের মোঃ শোয়েব, এজাজ আহমদ চৌধুরী, এনামুল কুদ্দুস চৌধুরী এনাম, সহিদুর রহমান, নুরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান ভুট্টো, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মামুন কিবরিয়া সুমন ও মুকির হোসেন চৌধুরী। ২০১৩ সালের ২ অক্টোবর সিলেট চেম্বারের নির্বাচন হওয়ার কথা ছিল। দু’পক্ষের দ্বন্দ্বের কারণে আদালতের নির্দেশে দীর্ঘ ১৬ মাস নির্বাচন স্থগিত ছিল অবশেষে ব্যবসায়ী নেতাদের দু’পক্ষ সমঝোতায় পৌঁছলে আদালত নির্বাচন আয়োজনের নির্দেশ দেন। বাংলাদেশ উইমেন চেম্বার রংপুর বিভাগীয় কমিটি গঠিত স্টাফ রিপোর্টার, রংপুর ॥ বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডবিউসিসিআই) ২০১৪-২০১৬ বিভাগীয় কমিটির নির্বাচন সম্প্রতি পায়রাচত্বর সংগঠনের বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মাজেদা জামান বেবি নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ফরিদা বেগম নির্বাচিত হলেও কয়েকজন ভোটারের আপত্তির কারণে সভাপতি পদের ফলাফল স্থগিত করা হয়। এছাড়া কোষাধ্যক্ষ পদে শিমুল চৌধুরী মুক্তি, কার্যকরী সদস্য পদে দিনা, শিমু, ফুল, গুলশান নির্বাচিত হন। বিভাগের ৮ জেলার ১৫৮ ভোটারের মধ্যে ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা করেন উম্মে কুলসুম বেগম মুন্নি, চন্দনা ঘোষ এবং ফাল্গুন তরফদার। মোবাইলে যমুনা ব্যাংকের আর্থিক সেবা শুরু যমুনা ব্যাংক লিমিটেড শিওরক্যাশের সহযোগিতায় মোবাইলে আর্থিক সেবা শুরু করেছে। এ উপলক্ষে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্্ উদ্দীন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ, এ কে এম সাইফুদ্দীন আহমদ, হাবিবুর রহমান, শিওরক্যাশের সিইও ড. শাহাদাৎ খান এবং চীফ বিজনেস অফিসার আবু তালেব। -বিজ্ঞপ্তি
×