ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবির ক্লাস শুরু ১২ জানুয়ারি

প্রকাশিত: ০৪:২৬, ২ জানুয়ারি ২০১৫

হাবিপ্রবির ক্লাস শুরু ১২ জানুয়ারি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বন্ধ থাকা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে ১২ জানুয়ারি। হলসমূহ খোলা হবে ১১ জানুয়ারি সকাল ১০টায়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ডিন, রেজিস্ট্রার, সকল হল সুপার, প্রক্টরের এক বৈঠকে একাডেমিক কাউন্সিলের এ সিদ্ধান্ত নেয়া হয়। খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় বৃদ্ধি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চলতি বছরের জন্য নবায়নের তারিখ ২০১৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফি ছাড়া সময় বৃদ্ধি করা হয়েছে। পিস্তল ও রিভলবার লাইসেন্স নবায়ন ফি তিন হাজার টাকা এবং ১৫% ভ্যাট বাবদ চার শ পঞ্চাশ টাকা। বন্দুক (একনলা/শর্টগান)/ দোনলা বন্দুক/ রাইফেল লাইসেন্স নবায়ন ফি এক হাজার টাকা এবং ১৫% ভ্যাট বাবদ এক শ’ পঞ্চাশ টাকা। নোয়াখালীতে প্রবাসীকে গুলি ও কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১ জানুয়ারি ॥ নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে আমজাদ হোসেন সুমন (৩২) নামের এক দক্ষিণ আফ্রিকা প্রবাসীকে গুলি ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত সাড়ে ১২টার দিকে চৌমুহনী পৌর এলাকার হাজিপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে আহত প্রবাসীকে হাসপাতালে ভর্তি করতে সহায়তা করে। অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন মিটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি। আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহানারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও শতবর্ষী এ বিদ্যালয়ের মাধ্যমিক শাখার পাশাপাশি এ বছর থেকে প্রাথমিক শাখার উদ্বোধন করা হয়।
×