ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজাকারের পিতা জিয়া আর মাতা খালেদা ॥ ইনু

প্রকাশিত: ০৭:১৯, ৩১ ডিসেম্বর ২০১৪

রাজাকারের পিতা জিয়া আর মাতা খালেদা ॥ ইনু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকারের দুই পিতা ও এক মাতা। এক পিতা পাকিস্তান, আরেক পিতা জিয়াউর রহমান। আজ রাজাকারের মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন খালেদা জিয়া। পাকিস্তান রাজাকারদের রক্ষা করতে পারেনি। বেগম জিয়া যতই মাতৃ¯েœহে রাজাকারদের লালন পালন করেন না কেন তাদের রক্ষা করতে পারবেন না। কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে। একটা একটা করে সব রাজাকারের বিচার করব। বাংলার মাটিতে রাজাকারের বিচার হবেই। খালেদা জিয়া মিথ্যাচার, ষড়যন্ত্রকারী, অন্তর্ঘাত, নাশকতা, ইতিহাস বিকৃতকারী এবং জনসাধারণকে জানে মারার কৌশল অবলম্বন করছেন। সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ, সামরিক শাসন এবং পাকিস্তানের আবর্জনা দূর করার চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার । ষড়যন্ত্রকারীদের নেতৃত্বদানকারী বেগম খালেদা জিয়া জঙ্গী ও রাজাকারদের নিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা সফল হবে না। তিনি মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলার উপজেলার সিরাজদিখান উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন। সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম পিন্টু ও উপজেলা যুব লীগের আহ্বায়ক রাকিবুল হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবির ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন হাওলাদার। তথ্যমন্ত্রী বলেন, প্রত্যেক যুদ্ধেরই একজন মহানায়ক থাকেন। ১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রত্যেক যুদ্ধেই পক্ষ বিপক্ষ থাকে। এই যুদ্ধের শত্রু ছিল পাকিস্তানের দালাল আলবদর ও রাজকাররা। বাংলায় চার মীরজাফরের জন্ম হয়েছিল। জিয়াউর রহমান বাংলার চার নম্বর মীরজাফর। এছাড়া প্রথম মীরজাফর, দ্বিতীয় মীরজাফর ’৭১ এর যুদ্ধে স্বাধীনতার বিরোধিতাকারী বাংলার কুসন্তানরা, তৃতীয় মীরজাফর খন্দকার মোশতাক। হাসানুল হক ইনু বর্তমান সরকারের উন্নয়ন ও সৃজনশীলতা উল্লেখ করে আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সকলকে নিয়ে গণতন্ত্রিক উপায়ে দেশ ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। যার সুফল জাতি পেতে শুরু করেছে। পরে মন্ত্রী সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
×